Advertisement
Advertisement

Breaking News

Richa Chadha

‘আমার যোনি, আমার সন্তান, আপনাদের কী?’, নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন রিচা চাড্ডা

মেয়ের প্রথম জন্মদিনে মেজাজ হারালেন অভিনেত্রী!

Richa Chadha SHUTS Down Trolls Over 'Natural Birth' Comment
Published by: Sandipta Bhanja
  • Posted:July 17, 2025 9:02 pm
  • Updated:July 17, 2025 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে মা হওয়ার বছর ঘুরেছে। চব্বিশ সালের জুলাই মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন রিচা চাড্ডা। মাঝখানে বারো মাসের ব্যবধান। এখনও পর্যন্ত মেয়ে জুনেইরার মুখ দেখাননি অভিনেত্রী। অনুরাগীদের অনুমান ছিল, পয়লা জন্মদিনেই হয়তো সন্তানের মুখ প্রকাশ্যে আনবেন রিচা চাড্ডা, আলি ফজল। কিন্তু তার পরিবর্তে মা হওয়ার ‘সুখ-যন্ত্রণা’র অনুভূতি ভাগ করে নিয়েছিলেন মাত্র! আর তাতেই নেটপাড়ার একাংশ কটুক্তি করা শুরু করেন অভিনেত্রীকে। ছেড়ে দেওয়ার পাত্রী নন রিচাও। পালটা নিন্দুকদের মোক্ষম জবাব দিয়েছেন তিনি।

Advertisement

Richa-Chadda

১৬ জুলাই মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে মা হিসেবে ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন রিচা চাড্ডা। প্রেগন্যান্সি পর্ব থেকে বিগত বারো মাস ধরে সন্তানের ধীরে ধীরে বেড়ে ওঠা এবং একরত্তির সঙ্গে কাটানো নানা মুহূর্তের কোলাজ রয়েছে সেই ভিডিওতে। সেখানেই স্বাভাবিক পদ্ধতিতে (নরম্যাল ডেলিভারি) সন্তান প্রসব করার কথা জানান। অভিনেত্রী উল্লেখ করেছিলেন, অস্ত্রোপচার করে নয়, স্বাভাবিক পদ্ধতিতেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সেকথাই সোশাল মিডিয়ার একাংশের ভালো লাগেনি। অতঃপর রিচার উদ্দেশে কটুক্তি করতেও পিছপা হননি তাঁরা। তাঁদের কথায়, ‘সব মায়ের কাছে সন্তানের জন্ম দেওয়া স্পেশাল। তাই সন্তান প্রসবের পদ্ধতি নিয়ে কথা বলে কাউকে ছোট করবেন না! কারণ বেশিরভাগ নারী অস্ত্রোপচারের মাধ্যমেই বর্তমানে সন্তান প্রসব করেন। তাছাড়া অনেকের শারীরিক সমস্যাও থাকে। সেক্ষেত্রে নরম্যাল ডেলিভারি সম্ভব নয়।’ নানা মুনি নানা মত প্রকাশ করেছেন। নজর এড়ায়নি রিচার। অতঃপর তিনিও পালটা চাঁচাছোলা ভাষায় জবাব ছুড়লেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

রিচা চাড্ডা লিখেছেন, ‘আমি যদি নরম্যাল ডেলিভারি শব্দটা প্রয়োগ করতাম, তাহলেও আপনারা এধরনের মন্তব্য করতেন। যোনি-প্রসব শব্দটা নিয়েই এত আপত্তি! এটা আমার পেজ, আমার যোনি, আমার সন্তান। আর নারীবাদ আমাকে নিজের মতো করে শব্দ নির্বাচন করতে শিখিয়েছে। তাতে আপনাদের কী?’ প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই রিচার কোল আলো করে জন্ম নেয় মেয়ে জুনেইরা। তার প্রাক্কালে মাতৃকালীন বিরতি না নিয়ে কখনও সিনেমা-সিরিজের প্রিমিয়ারে ধরা দিয়েছেন তো কখনও বা আবার সোনাক্ষী সিনহা, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন অভিনেত্রী। এবার সন্তানের জন্ম নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার রিচা চাড্ডা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement