Advertisement
Advertisement
Rihanna

ফের মা হলেন রিহানা, তৃতীয়বার কোল আলো করে ফুটফুটে সন্তান এল পপতারকার ঘরে

সোশাল মিডিয়ায় সুখবর জানালেন মার্কিন পপ গায়িকা

Rihanna Gives Birth To Baby Girl, Her Third Child With A$AP Rocky
Published by: Arani Bhattacharya
  • Posted:September 25, 2025 10:29 am
  • Updated:September 25, 2025 10:29 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন মার্কিন পপ তারকা রিহানা। বুধবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গায়িকা। র‍্যাপার এএসএপি রকি ও রিহানার এটি তৃতীয়সন্তান। নিজের সোশাল মিডিয়ায় তৃতীয়বার মা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন নিজের অনুরাগীদের সঙ্গে গায়িকা। সেই পোস্টে দেখা যাচ্ছে সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে গায়িকাকে। অন্য ছবিতে দেখা যাচ্ছে বাচ্চাদের একজোড়া জুতোর ছবি।

Advertisement

উল্লেখ্য, ২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিহানা ও রকি। নিজেদের পেশাকে সময় দিয়েও নিজেদের দাম্পত্যে সময় দিতে ভোলেননা তাঁরা। ২০২২ সালে তাঁরা প্রথম সন্তানের জন্ম দেন।, এরপর ২০২৩ সালে সুপারবোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় নিজের দ্বিতীয়বার সন্তান আসার খবর জানিয়েছিলেন তাঁরা। এরপর ফের কোল আলো করে আসে তৃতীয়সন্তান। ২০২৪ সালে মেট গালার অনুষ্ঠানে তৃতীয়বার সন্তান আসার খবর দিয়েছিলেন পপ তারকা দম্পতি। বুধবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার সন্তানের জন্ম দিলেন তাঁরা।

 

উল্লেখ্য, গত বছরের জুন মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের বিয়েতে এদেশে অতিথি হিসেবে এসেছিলেন রিহানা। তাঁর পারফরম্যান্সে মেতে উঠেছিলেন সকলে। এমনকি জামনগরের সেই অনুষ্ঠানে গোলাপি পোশাকে রিহানা ও কালো ব্লেজারে শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই। দু’জনে ডান্স ফ্লোরে আসার পরই বাদশাহ তাঁর চিরচেনা ভঙ্গিতে নাচতে শুরু করেন। রিহানাও তাঁর নাচটি অনুকরণ করে কোমর দোলাতে থাকেন। তাঁদের একসঙ্গে নাচতে দেখে আশপাশের সকলেই উদ্বেলিত হয়ে ওঠেন। তবে দেখা যায় সেখানে রয়েছে দুই তারকার দুই ভক্তবৃন্দ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ