সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকালই সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। ফেসবুকে শেয়ার করলেন বিয়ের ছবি। মাথা ভরতি সিঁদুর, গায়ে সোনার গয়না, পরনে বেনারসী শাড়ি। নতুন বউয়ের সাজে ছবি শেয়ার করে রিমঝিম লিখলেন, নতুন জীবন শুরু! রিমঝিমের এই পোস্ট দেখেই হইচই টলিপাড়ায়। কমেন্ট বক্সে অজস্র শুভেচ্ছাবার্তা। অনেকেই লিখলেন, দুম করে বিয়ে, নেমতন্ন পেলাম না তো! তবে এসব কমেন্টের কোনও উত্তরই দেননি রিমঝমি। উলটে মুখে কুলুপ এঁটেছেন। এমনকী, এই ছবি দেখে অভিনেত্রীকে ফোন করার চেষ্টা করা হলেও, যোগাযোগ করা যায়নি। বোঝাই যাচ্ছে, গোপনে গোপনে কোনও কিছুর ছক কষেছেন রিমঝিম।
অনেকের কথায়। এটা তো চৈত্রমাস। এই মাসে তো বিয়ে হয় না! তাহলে? টলিপাড়ার গুঞ্জন বলছে, এসব একেবারে রিমঝিমের রসিকতা। ১ এপ্রিল হওয়ায়,সবাইকে বোকা বানাচ্ছেন রিমঝিম। তবে এ ব্য়াপারেও রিমঝিমের তরফ থেকে কোনও উত্তর নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.