সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যখনই আসেন তখনই পর্দায় ম্যাজিক সৃষ্টি করেন। তাঁর গুণমুগ্ধের সংখ্যাও নেহাত কম নয়। তিনি আর কেউ নন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তাঁর অভিনয়ে মুগ্ধ সকলেই। নেটপাড়াতেও মাঝেমধ্যেই তাঁর বোল্ড ফটোশুটের ছবিও নজর কাড়ে নেটিজেনদের। কিন্তু ক্যামেরার বাইরে তাঁকে এই রূপে কজন দেখেছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। যে রাঁধে সে চুলও বাঁধে এমনটাই যেন প্রমাণ করে দিলেন তিনি। শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ঋতাভরী। সেখানে দেখা যাচ্ছে মন দিয়ে রান্না করছেন তিনি। কিন্তু কার জন্য কী রান্না করলেন নায়িকা?
আসলে শনিবার রাখির দিন বড়ির ডাল বানালেন ঋতাভরী। বলে রাখা ভালো সামনেই তাঁর বিয়ে। প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন ইতিমধ্যেই। তবে এদিন তাঁকে দেখে বিয়ের আগেই রীতিমতো পাকা গিন্নি হয়ে উঠতেই দেখা। ক্যাপশনে লিখলেন, ‘আমি খুব বেশি রান্না করি না, কিন্তু এই সহজ ডাল রেসিপিটাই আমার ভরসার জায়গা। তোমার জন্য আমার রাখির উপহার’। হলুদ শাড়ি ও মিনিমাল মেকআপ ও গয়নায় সেজেছেন ঋতাভরী।
View this post on Instagram
এখানেই শেষ নয়। একইসঙ্গে তাঁর এই স্পেশাল ডালের রেসিপিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। সেই রেসিপিতে নায়িকা এই সহজে ডাল রান্নার পদ্ধতি জানিয়ে রেসিপিতে লিখলেন, ‘শুকনো মুগ ডাল হালকা ভেজে ধুয়ে নিন। হলুদ + লবণ দিয়ে সেদ্ধ করুন। সরষের তেলে বরি ভেজে তুলে রাখুন। একই তেলে পাঁচফোড়ন + তেজপাতা (+ শুকনো লঙ্কা চাইলে) ফোড়ন দিন। চাইলে টমেটো দিয়ে নরম করুন। ফোড়ন ডালে মিশিয়ে বরি দিয়ে ২–৩ মিনিট ফুটিয়ে নিন। ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.