Advertisement
Advertisement
Rituparna Sengupta

সিঁদুরখেলার পর ঢাকের তালে নাচ, জমজমাট ঋতুপর্ণার দশমী, দেখুন ভিডিও

এবারের মহালয়ায় প্রথমবার ছোটপর্দায় দেবী দুর্গা হিসেবে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে।

Rituparna Sengupta dance video goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 5, 2022 2:09 pm
  • Updated:October 5, 2022 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসছে বছর আবার হবে। ফের মা আসবে, গোটা দুনিয়া সেজে উঠবে দুর্গাপুজোর আবহে। ফের এক বছরের অপেক্ষা। আর তাই তো শেষবেলায় সাধারণ মানুষ থেকে সেলেব সবাই মেতে উঠলেন ঢাকের তালে, সিঁদুরখেলায়। এই যেমন, সকাল সকালই মণ্ডপে পৌঁছে সিঁদুর খেলায় মেতে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সুযোগ পেয়ে ঢাকের তালে নেচেও উঠলেন তিনি। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে। সব মিলিয়ে ঋতুর্পণার দশমী একেবারে জমজমাট।

Advertisement

সুযোগ পেয়ে এবারের পুজোয় মুম্বইতে উড়ে গিয়েছিলেন ঋতুপর্ণা। রানি ও কাজলদের বাড়ির পুজোয় অংশও নিয়েছিলেন অভিনেত্রী। রানির পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। দুই বঙ্গললনা মিলে আড্ডাও মেরেছেন। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋতুপর্ণা।

[আরও পড়ুন: ঘুরতে গিয়ে বিপাকে শুভশ্রী, তারপর? ‘ডাক্তার বক্সী’র টিজারে চমক ]

প্রসঙ্গত, এবারের মহালয়ায় প্রথমবার ছোটপর্দায় দেবী দুর্গা হিসেবে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘দেবী দশমহাবিদ্যা’ অনুষ্ঠানে মহামায়া রূপে দেখা গিয়েছিল তাঁকে। লাল শাড়িতে সেজেছেন অভিনেত্রী। গা ভরতি গয়না। কপালে অর্ধচন্দ্রাকৃতি টিপ শোভা পাচ্ছিল তাঁর। হাতে ত্রিশূলও ছিল অভিনেত্রীর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

‘বেলাশুরু’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত পাশাপাশি প্রশংসিত হয়েছিল ঋতুপর্ণার অভিনয়। কিছুদিন আগেই আবার পেয়েছেন বঙ্গভূষণ সম্মান। আগামীতে ‘আকরিক’ সিনেমায় দেখা যাবে নায়িকাকে। তথাগত ভট্টাচার্যর পরিচালনায় ছবিতে সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সঙ্গে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। আগস্ট মাসের শেষের দিকে ছবিটির মুক্তি পাওয়ার কথা।

[আরও পড়ুন: ‘তোমাকে পেলাম…’, বিয়ের ছবি পোস্ট করলেন রিচা ও আলি ফজল]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement