Advertisement
Advertisement
Rituparna Sengupta

EXCLUSIVE: হিন্দি ওয়েব সিরিজে অভিষেক ঋতুপর্ণার, অনিল-রাইমার সঙ্গে করবেন স্ক্রিন শেয়ার!

হনসল মেহতার ওয়েব সিরিজে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।

Rituparna Sengupta debut in hindi web series

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 8, 2025 1:04 pm
  • Updated:June 8, 2025 1:58 pm   

শম্পালী মৌলিক: এবার হিন্দি ওয়েব সিরিজে অভিষেক ঋতুপর্ণা সেনগুপ্তর। হনসল মেহেতার সঙ্গে কাজ করবেন এবার টলিউড ডিভা। একের পর এক গুরুত্বপূর্ণ কাজের অংশ হচ্ছেন ঋতুপর্ণা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘পুরাতন’। সেই ছবিও হিট। এই ছবির হাত ধরে প্রযোজক ঋতুপর্ণার নবজন্ম হয়েছে বলা যেতে পারে। ইদানিংকালে টলিউডের বেশ কয়েকজন অভিনেতা- অভিনেত্রীকেই হিন্দি সিরিজে কাজ করতে দেখা গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, জিৎ, আবির চট্টোপাধ্যায় ও টোটা রায়চৌধুরি প্রমুখেরা। 

Advertisement

হিন্দিতে যেমন স্বস্তিকা-পাওলি কাজ করেছেন। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর ওয়েব ডেবিউ হবে যখন তখন সেটা কোনও হেভিওয়েট কাজই হতে হত। অনেকদিন ধরে জল্পনা চলছিল যে, কবে তাঁকে হিন্দি ওয়েব সিরিজে পাওয়া যাবে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে হিন্দি সিরিজে কাজ করতে চলেছেন অভিনেত্রী। হনসল মেহেতার ওয়েব সিরিজে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে নতুন কাজ নিয়ে এখনও কিছু খোলসা করেননি অভিনেত্রী। তিনি এই মুহূর্তে দেশের বাইরে তাই এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও ফোনে তাঁকে পাওয়া যায়নি। 

ঋতুপর্ণা সেনগুপ্ত ও অনিল কাপুর, ছবি: ফেসবুক

মাসখানেক আগে শোনা গিয়েছিল, ‘গান্ধী’ ওয়েব সিরিজের পর স্বপ্নের প্রজেক্টে হাত দিতে চলেছেন হনসল মেহেতা। দুই বিজনেস টাইকুনের দ্বৈরথ দেখানো হবে নেটফ্লিক্সের এই সিরিজে। কাস্টিংও চোখধাঁধানো। অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়াদের দেখা যাবে গুরুত্বপূর্ণ সব চরিত্রে। সিরিজে থাকছেন রাইমা সেনও। সেই সিরিজেই এবার শোনা যাচ্ছে, হনসলের সেই সিরিজে বিশেষ এক ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অনিল কাপুর ও রাইমা সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঋতুপর্ণা? যদিও এই বিষয়ে অভিনেত্রী বা প্রযোজনা সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। বলিউড মাধ্যম সূত্রে খবর, চলতি মাসেই শ্রীলঙ্কায় শুরু হবে শুটিং। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ