ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের জীবনে সবদিক থেকেই সফল তিনি। কথা হচ্ছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। তিনি যেমন নিজের অভিনয় জীবনে সফল, তেমনই কিন্তু সফল মা হিসাবেও। নিজের কাজের পাশাপাশি সমানভাবে নিজের পরিবার ও সন্তানকে সময় দেন তিনি। ছেলেমেয়েদের পড়াশোনাও সমান ভাবে প্রাধান্য পায়। সবকিছু ব্যালেন্স করে চলাই তাঁর জীবনের মূলমন্ত্র। আর তারই ফল যেন হাতেনাতে পেলেন অভিনেত্রী। ছেলে অঙ্কন বস্টন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। ছেলের এই সাফল্যের দিনে তাঁর কাছে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী-সহ গোটা পরিবার। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা।
কাজের সূত্রে কলকাতায় থাকতে হলেও কাজের ফাঁকে যেটুকু সময় পান সেই সময়টা সিঙ্গাপুরে নিজের পরিবারের সঙ্গেই কাটান অভিনেত্রী। উল্লেখ্য, কাজের সূত্রে সিঙ্গাপুরেই থাকেন তাঁর স্বামী সঞ্জয় ও দুই সন্তান অঙ্কন ও ঋষণা। দুই সন্তানের পড়াশোনাও সিঙ্গাপুরেই। অঙ্কন সেখানকার স্কুলে লেখাপড়া শেষ করে স্নাতক স্তরের জন্য চলে যান বস্টন। নিজে অভিনয় জগতের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও সন্তানদের একেবারেই লাইমলাইটে আনতে দেখা যায় না তাঁকে। তবে কখনও সখনও ছেলে বা মেয়েকে ছবির প্রচারে নিয়ে যান।
ছোটবেলার বন্ধু সঞ্জয়ের সঙ্গে ১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধেন ঋতুপর্ণা। স্বামী, সংসার, সন্তান, কলকাতার বাড়ি সবটাই, সমান তালে সামলান অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার একের পর এক ছবি নিয়েও তিনি বেশ ব্যস্ত। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পুরাতন’। এই ছবির হাত ধরেই ১৪ বছর পর বাংলা ছবিতে ফেরেন শর্মিলা ঠাকুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.