Advertisement
Advertisement
Madam Sengupta 2

আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’, ফের রহস্য-রোমাঞ্চে ভরপুর থ্রিলার সিনেমায় ঋতুপর্ণা

সায়ন্তন ঘোষালের গোয়েন্দা ব্রহ্মাণ্ড এগোবে অভিনেত্রীর হাত ধরেই।

Rituparna Sengupta starrer Madam Sengupta 2 on card
Published by: Sandipta Bhanja
  • Posted:July 25, 2025 5:07 pm
  • Updated:July 25, 2025 5:23 pm  

শম্পালী মৌলিক: শশব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে অরিন্দম শীলের পরিচালনায় ‘কর্পূর’ ছবির শুটিং করছেন তিনি। বেলা দে’র জীবনকাহিনির শুটিং শেষ হয়েছে। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ঋতুপর্ণার ‘বেলা’ লুক। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল ‘পুরাতন’। তার পর জুলাই মাসের ৪ তারিখ প্রেক্ষাগৃহ আলো করে এল ‘ম্যাডাম সেনগুপ্ত’। আর আজ, ২৫ জুলাই, শুক্রবার রিলিজ করল ঋতুপর্ণা সেনগুপ্তর ‘গুডবাই মাউন্টেন’। বিপরীতে ইন্দ্রনীল সেনগুপ্ত। যে ছবিতে ‘পুরাতন’ জুটিকে পাওয়া গেল নতুন করে। বলাই বাহুল্য, ইদানীংকালে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণার ব্যস্ততা তুলনামূলক বেশি। এমন আবহেই ‘ম্যাডাম সেনগুপ্ত ২’ আসার খবর পাওয়া গেল।

Advertisement

চলতি জুলাই মাসেই মুক্তি পেয়েছে ‘ম্যাডাম সেনগুপ্ত’। সেই সিনেমার রেশ এখনও কাটেনি। তার মাঝেই শুক্রবার, ২৫ জুলাই গোটা দেশজুড়ে নতুন অভিযান শুরু করল ‘ম্যাডাম সেনগুপ্ত’। খোলসা করে বলতে হলে, ভারতের বিভিন্ন শহরে মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এই ছবি। এরমাঝেই প্রযোজনা সংস্থার বড় ঘোষণা- ‘ম্যাডাম সেনগুপ্ত ২’ আসছে। আবার রহস্য-রোমাঞ্চে ভরপুর ফ্র্যাঞ্চাইজির মুখ ঋতুপর্ণা। অতঃপর তাঁর হাত ধরেই যে সায়ন্তন ঘোষালের গোয়েন্দা ব্রহ্মাণ্ড এগোচ্ছে, তা বলাই যায়। যদিও নির্মাতারা এখনই ছবির গল্প ফাঁস করতে নারাজ। তবে জানা গেল, আগের ছবির অন্তর্ধান রহস্যের সঙ্গে এবারের গল্পের কোনও যোগ নেই। সম্ভবত ভিন্ন গল্প নিয়েই ফ্র্যাঞ্চাইজি এগোবে। যদিও ‘ম্যাডাম সেনগুপ্ত’র গল্প শেষ হওয়ার সঙ্গেই পরিচালক দ্বিতীয় ছবির ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবারের গল্প কোন দিকে মোড় নেয়? নজর থাকবে সেদিকে। 

কৌশিক সেন এবং রাহুল বোসকে ফ্র্যাঞ্জাইজির দ্বিতীয় ছবিতে পাওয়া যাবে কিনা, সেখবর যদিও এখনও পর্যন্ত মেলেনি। প্রসঙ্গত, শুক্রবার প্রযোজনা সংস্থার নতুন অফিসের উদ্বোধন হল। পাশাপাশি সেই অনুষ্ঠানেই ‘ম্যাডাম সেনগুপ্ত’র সাফল্যের উদযাপনও হল। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত খোদ। প্রযোজক অশোক ধানুকা এবং জিতের সঙ্গে একফ্রেমে পাওয়া গেল অভিনেত্রীকে। সেখানেই নন্দী মুভিসের তরফে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’ আসার খবর জানানো হল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement