সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস সিজন ১৯’ শুরু হওয়ার দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দর্শকদের মধ্যে অপেক্ষা। প্রতি বছরই কিছু না কিছু চমক থাকেই এই রিয়ালিটি শোয়ে। এবারের প্রথম চমক ছিল এই শো সম্প্রচারের সম্ভাব্য সময় জানানো। প্রথমে জানানো হয়েছিল অক্টোবরের বদলে এই শো আগস্টেই সম্প্রচার হতে পারে। তা শুনে বেজায় খুশি হয়েছিলেন সলমনের ভক্তরা। এবার আরও এক চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। শোনা যাচ্ছে এবার নাকি মানুষ আর রোবট উভয়েই একসঙ্গে সহাবস্থান করবে এই বিগ বসের ঘরে। আর সেই রোবটের নাম নাকি ‘হাবুবু’।
এবার বিগ বসের ঘরে প্রতিযোগীদের সঙ্গেই নাকি থবে এই ‘হাবুবু’। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আনা হবে এই রোবট পুতুল। যে কিনা বিগ বসের ঘরে ১৭ জন প্রতিযোগীর সঙ্গেই হবে তার ওঠা বসা। তবে রোবট বলেই নিছক যান্ত্রিক নয় বরং তার থেকে নাকি এই হাবুবু হবে অনেকটাই আলাদা। মানুষের মনও নাকি অনায়াসে পড়তে পারবে সে। বিগ বসের ঘরের প্রতিযোগীদের মন খারাপ থেকে আনন্দ সবটাই এবার তাই হাবুবু চট করে জেনে ফেলতে পারবে। শুধু তাই নয় একাধিক ভাষায় দখল থাকবে এই রোবট পুতুলের। আর তাই যে কোনও ভাষায় কথোপকথনেও কোনও অসুবিধা হবে না। তবে এখানেই শেষ নয় ঘরের কাজেও বেশ পটু সে। চটজলদি সেরে ফেলতে পারবে ঘরের সমস্ত কাজ।
🚨 BIGG BOSS 19 🚨
India’s biggest reality show just got its wildest twist ever! 🤖
Say hello to HABUBU – the first-ever interactive Emirati robot-doll from UAE – and guess what… SHE’S ENTERING THE BIGG BOSS HOUSE! 🏠👁️🗨️
Forget drama queens and gym bros—this time, the…
— BiggBoss24x7 (@BB24x7_)
ইতিমধ্যেই ভীষণভাবে ট্রেন্ডিং লাবুবু ডল। আর তার মধ্যেই এই খবরে জনপ্রিয়তা পাচ্ছে রোবট পুতুল হাবুবু’ও। যেহেতু সংযুক্ত আরব আমিরশাহীর এই রোবট পুতুলকে সাজানোও হবে নাকি সেখানকার ট্রাডিশনাল পোশাকে। এমনিতেই প্রতি সিজনে বিগ বসের প্রতিটি সিজনে সলমন খানের সঞ্চালনা এক আলাদা মাত্রা যোগ করে। এবারে তাতে নতুন সংযোজন হতে চলেছে এবার রোবট পুতুল হাবুবু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.