Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

পাইরেসির ধাক্কায় ৯১ কোটির ক্ষতি! ‘সিকন্দর’-এর ব্যর্থতায় জেরবার সলমন

বিমা সংস্থার কাছে আবেদন করেছে প্রযোজক সংস্থা।

Rs 91 crore loss for Salman Khan’s movie Sikandar
Published by: Biswadip Dey
  • Posted:June 18, 2025 1:43 pm
  • Updated:June 18, 2025 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিকন্দর’ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। সেভাবে চলেনি ‘টাইগার ৩’। এছাড়াও ‘অন্তিম’, ‘কিসি কি ভাই কিসি কি জান’ না চলার পর এই ছবি ঘিরেই জন্মাচ্ছিল প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবিটিও। এবার জানা গেল, ছবিটি পাইরেসির কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে ৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রযোজক নাদিয়াদওয়ালার।

Advertisement

বহু অনলাইন পাইরেসি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল ছবিটি। এতে ছিল এমন সব দৃশ্য, যা মূল ছবিতে নেই। ফ্ল্যাশব্যাক, ধারাভিতে ছাত্র আন্দোলনের মতো বহু অংশই পরে বাদ পড়ে যায়। কিন্তু সেগুলি রয়েছে এই পাইরেটেড ভার্শানে। আর এর জেরেই ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধরা পড়েছে অডিটে।

ইদের সময় মুক্তি পেয়েছিল সলমনের ‘সিকন্দর’। ২০০ কোটির বাজেটের ছবিটি দেশের বাজার থেকে তুলতে পেরেছিল মাত্র ১০৩.৪৫ কোটি টাকা। যার জেরে বলিউডের সর্বকালের অন্যতম ফ্লপের তকমা পেয়েছে প্রত্যাশা জাগানো সিনেমাটি। এবার পাইরেসির ধাক্কায় বড়সড় ক্ষতির বিষয়টি সামনে আসতেই নাদিয়াদওয়ালার সংস্থা চাইছে ক্ষতিপূরণ। বিমা সংস্থার কাছে আবেদন করেছে তারা।

প্রসঙ্গত, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর স্যাটেলাইট রাইট ইত্যাদিতে হয়তো আরও কিছু রোজগার হবে ‘সিকন্দর’-এর। কিন্তু সলমনের মতো মহাতারকার ছবির এহেন পরিস্থিতি তাঁর ভক্তদের কাছে কাম্য নয়। প্রিয় নায়কের পরপর ব্যর্থতায় তাঁরা হতাশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement