ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা-মুম্বই কাজের সূত্রে নিত্য যাতায়াত তাঁর। কয়েকদিন আগেই প্রিয়জন হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এবার নিজেই অসুস্থতার শিকার হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কী হল হঠাৎ অভিনেত্রীর?
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে রুক্মিণী নিজেই জানান তাঁর অসুস্থতার কথা। বৃষ্টির মরসুমে ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। রুক্মিণীর শেয়ার করা সেই ছবিই জানান দিচ্ছে তিনি ১০২ জ্বরে আক্রান্ত। শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। কলকাতার পাশাপাশি মুম্বইতেও এখনপ্রবল বর্ষণের জেরে জনজীবন বিপন্ন। আর এই আবহাওয়ার জেরে মাঝেমাঝেই শরীর অসুস্থ হওয়ার মতো বিষয় লেগেই থাকছে ঘরে ঘরে। বাদ গেলেন না এবার টলিপাড়ার ‘বিনোদিনী’।
রুক্মিণীর স্বাস্থ্যের খবরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির পর নতুন ছবিতে দেখার জন্য। অন্যদিকে দেব ব্যস্ত রয়েছেন ‘ধূমকেতু’র প্রচার নিয়ে। উল্লেখ্য এই ছবির প্রচারে একসঙ্গে দেব ওঁ শুভশ্রী ধরা দেওয়ার পর সোশাল মিডিয়ায় মারাত্মক ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন রুক্মিণী। তবে এসব যে তাঁকে একেবারেই বিচলিত করে না তা তিনি হাসিমুখে অবলীলায় বলেছিলেন। দেব ওঁ তিনি যে একে অপরের কাজকেই গুরুত্ব দেন তাও পরিষ্কার করে দিয়েছিলেন আগেই। এবার অভিনেত্রীর মুম্বইতে টানা থাকা নিয়েও অনেকের মনেই প্রশ্ন জাগছে। তাহলে কি এবার মুম্বইয়ে কোনও নতুন ছবিতে দেখা যাবে রুক্মিণীকে? যদিও এর উত্তর দেবে সময়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.