সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রুদ্ররোষ কয়েকঘণ্টায় তছনছ করে দিয়েছে উত্তরবঙ্গকে। লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। পরিসংখ্যান বলছে, শনিবার ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড়ে বেড়াতে গিয়ে আতঙ্কে কাঁটা পর্যটকরা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কুড়ির বেশি বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গের বিধ্বংসী পরিস্থিতির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিলেন রুক্মিণী মৈত্র (Rukmini maitra)।
কথা ছিল, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আনবেন। কিন্তু বানভাসি উত্তরবঙ্গের কথা ভেবে মন সায় দিল না রুক্মিণী মৈত্রর। সেকথা জানিয়েই ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার লঞ্চ বাতিল করলেন। টিমের তরফে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে অভিনেত্রী জানিয়েছেন, ‘বানভাসি উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমতাবস্থায় ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ঝলক প্রকাশ্যে আনার সিদ্ধান্ত স্থগিত রাখলাম। বন্যার্ত পরিবারগুলি যাতে দ্রুত সেরে ওঠে সেই প্রার্থনা করছি।’ পরবর্তীতে কবে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার মুক্তি পাবে, সেটা জানিয়ে দেওয়া হবে বলে জানালেন রুক্মিণী মৈত্র। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে ‘মৌন তারকা’দের ভিড়ে রুক্মিণীর এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অন্যদিকে ইনস্টা স্টোরিতে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করেছেন দেব।
অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবিতে প্রথমবারের জন্য চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে পর্দায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। বাবা-মেয়েরসম্পর্কের সমীকরণ নিয়ে এই ছবি। এক অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান-অভিমানের গল্প দেখা যাবে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতে। ৬ অক্টোবর, সোমবার সেই সিনেমারই টিজার প্রকাশ্যে আনার কথা ছিল। তবে বানভাসি উত্তরবঙ্গের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত বাতিল করলেন নির্মাতারা।
View this post on Instagram
প্রসঙ্গত, ধস নেমে বন্ধ পাহাড়ের একাধিক সড়ক যোগাযোগ। পাহাড়ি পথে পাহাড়-সমতল বিচ্ছিন্ন। নজরদারি ও পর্যটকদের সাহায্যের জন্য নবান্নে খোলা হল ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। হেল্পলাইন চালু করেছে দার্জিলিং পুলিশও। সোমবার সকালেই পরিস্থিতি পরিদর্শনে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.