Advertisement
Advertisement

Breaking News

Rukmini Maitra on Dhumketu

ফের পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স, ‘ধূমকেতু’র রিলিজ নিয়ে কী বললেন রুক্মিণী?

'ধূমকেতু'র মুক্তি ঘিরে দেব ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! রুক্মিণী মৈত্রর কী প্রতিক্রিয়া?

Rukmini Maitra reacts to Dev-Subhashree's Dhumketu release
Published by: Sandipta Bhanja
  • Posted:May 26, 2025 8:36 pm
  • Updated:May 26, 2025 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবির, অবশেষে আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সেই সিনেমা। মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! তাই তো, সম্প্রতি রিলিজের দিনক্ষণ ১৪ আগস্ট ঘোষণা হতেই উত্তেজনায় ফুটছেন বাংলার সিনেদর্শকরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে সেই প্রথম ছকভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন দেব। অতঃপর ‘ধূমকেতু’র মুক্তি ঘিরে টলিউড সুপারস্টার অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! স্বাভাবিকভাবেই একাংশের কৌতূহল রুক্মিণী মৈত্রর প্রতিক্রিয়া নিয়ে।

কারণ, দেব-শুভশ্রী যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না। অন্যদিকে বর্তমানে রিল-রিয়েল দুই পরিসরেই দেব-রুক্মিণী হিট। সেই প্রেক্ষিতেই পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স নিয়ে রুক্মিণী মৈত্রর কী প্রতিক্রিয়া? কৌতূহলের অন্ত নেই! রবিবাসরীয় রাতে টলিপাড়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে মুখ খোলেন পর্দার ‘বিনোদিনী’। হাসিমুখেই তিনি জানান, “আমি নিজেও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছি।” উল্লেখ্য, রুক্মিণীর ‘নটী বিনোদিনী’ ছবিতে গিরীশ ঘোষের ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর ‘ধূমকেতু’র পরিচালকও তিনি। সেই প্রেক্ষিতেই আবার একাংশের ‘বাড়তি’ কৌতূহল, তাহলে কি ‘ধূমকেতু’র প্রিমিয়ারে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে? সেই উত্তর যদিও সময়ের গর্ভেই লুকিয়ে!


মাস দুয়েক আগে সৃজিত মুখোপাধ্যায়র ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় শুভশ্রীর নাম ঘোষণা করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কারণ ঠিক তার এক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছিল রুক্মিণী মৈত্রর ‘নটী বিনোদিনী’। আর সেই প্রেক্ষিতেই ‘প্রতিদ্বন্দ্বিতামূলক’ কিছু পোস্টে বিতর্ক উসকে দেওয়া হয়। পরবর্তীতে শুভশ্রী এপ্রসঙ্গে বলেন, “রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে। তবে আমার দেখা হয়নি। ও নিশ্চয়ই ভালো করেছে। আমার মনে হয় এখানেই বিনোদিনী বিতর্কের ইতি হওয়া দরকার। কারণ আমি প্রত্যেক অভিনেতার কাজকে সম্মান করি। তাছাড়া ‘লহ গৌরাঙ্গের নাম রে’ কোনভাবেই বিনোদিনীকে নিয়ে ছবি নয়, তার থেকে অনেক বড়।” এবার শুভশ্রীর সঙ্গে দেবের ছবি মুক্তি নিয়ে হাসিমুখে প্রতিক্রিয়া দিলেন রুক্মিণী মৈত্র।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement