Advertisement
Advertisement
Rukmini Maitra on Dev-Subhashree

দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে কষ্ট পাচ্ছেন? ‘ক্ষমা চাইতে হবে না…’, মোক্ষম জবাব রুক্মিণীর

'ধূমকেতু'র হাইভোল্টেজ প্রচারপর্ব নিয়ে প্রথমবার মুখ খুললেন রুক্মিণী মৈত্র। কী বললেন?

Rukmini Maitra reacts to Dev-Subhashree's reunion for Dhumketu
Published by: Sandipta Bhanja
  • Posted:August 16, 2025 10:39 am
  • Updated:August 16, 2025 10:39 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধূমকেতু’র হাইভোল্টেজ প্রচারপর্বের পর থেকেই দেশু জুটির নস্ট্যালজিয়ায় ভাসছে নেটভুবন। সরাসরি যার প্রভাব পড়েছে সিনেমার ক্যাশবাক্সে। ‘আইনি অভিশাপ’ কাটিয়ে বছর দশেক বাদে মুক্তিপ্রাপ্ত এই ছবি বাংলার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। মাত্র দু’ দিনেই তিন কোটির গণ্ডি পেরিয়েছে ‘ধূমকেতু’। প্রচারপর্বের জন্য দেব-শুভশ্রীর পুনর্মিলনের নেপথ্যে অবশ্য রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকেই ‘যোগ্য পার্টনার’ হিসেবে কৃতীত্ব দিচ্ছেন সভ্যমহল। তবে নেটপাড়ায় নিন্দুকদের ট্রোল-মিমের বন্দুকবাজির অন্ত নেই! তারকাজুটির সঙ্গীদের ছবি শেয়ার করে কুরুচিকর মিমের বন্যা। সংশ্লিষ্ট বিষয়ে দিন কয়েক আগেই প্রযোজক হিসেবে রাজ এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন দেব। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন রুক্মিণী মৈত্র।

Advertisement

সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রুক্মিণী। সেখানেই সংবাদিকদের মুখোমুখি হয়ে নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিলেন। সোশাল মিডিয়ায় দেশু জুটিকে নিয়ে এত তোলপাড়, পাশাপাশি তাঁকে লক্ষ্য করে এত ট্রোল-মিম, এসবে কি ভাবিত বা বিচলিত হন রুক্মিণী? প্রশ্ন যেতেই হাসিমুখে অভিনেত্রীর সপাট জবাব, আমি ভীষণ মজার মানুষ। এসবে আমার হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। তাছাড়া দেবকে কোনওদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।” এখানেই অবশ্য থামেননি তিনি।

‘ধূমকেতু’র মহরতে শুভশ্রী, দেব-রুক্মিণী

দেশু জুটির রিইউনিয়নের জেড়ে নেতিবাচকভাবে লাইমলাইটে রাজ এবং রুক্মিণী! অনেকের দাবি, অভিনেত্রী নাকি এসব বিষয় ভালোভাবে নেননি! নেটপাড়ায় এহেন মিমও দেখা গিয়েছে যে, তিনি কখনও কাঁদছেন, আবার নাকি কখনও ভাত খাননি! এসব বিষয়ে প্রশ্ন রাখতেই নিন্দুকদের উদ্দেশে রুক্মিণীর পাঠ, ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। ২০২৫ সালে দাঁড়িয়ে যদি এসব নিয়ে কথা বলতে হয় সেটা ভীষণ দুঃখজনক। যে বা যঁরা এমন ভাবছেন তাঁরা হয়তো মানসিকভাবে পিছিয়ে পড়েছেন। পাশাপাশি দেব এবং শুভশ্রীর পেশাদারিত্বের প্রশংসাও করেন তিনি।

এর আগে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, “দেবের প্রাক্তন আমার স্ত্রী।” অতীত সকলের থাকে তবে সেটা নিয়ে ঘাটাঘাটি করা যে আখেড়ে কাজের কথা নয়, সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালক এও জানিয়েছেন যে, একাধিক কাজ থাকায় এদিনের অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। তবে দেশু জুটির ভক্ত তিনিও। উল্লেখ্য, এর আগে রাজ চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা সিনেমার স্বার্থে দেব-শুভশ্রী আবারও জুটি বাঁধতেই পারে। অতঃপর তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন এসবে, সেটা বুঝিয়ে দিয়েছেন। অতঃপর, নিন্দুকরা যতই ট্রোল-মিমের ‘বন্দুকবাজি’ করুক না কেন, প্রাক্তনেরা যে যাঁর সংসারে বর্তমানে ভালো রয়েছেন, তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ