Advertisement
Advertisement
Dhanush and Mrunal Thakur

একে অপরকে হারাচ্ছেন চোখে! চুটিয়ে প্রেম করছেন ধনুষ-ম্রুণাল?

২০২২ সালে ডিভোর্স হয়ে গিয়েছে ধনুষের।

Rumors of a secret love affair between Dhanush and Mrunal Thakur
Published by: Biswadip Dey
  • Posted:August 5, 2025 7:48 pm
  • Updated:August 5, 2025 8:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনুষ ও ম্রুণাল ঠাকুর। প্রথমজনের বয়স ৪২। দ্বিতীয়জনের ৩৩। কিন্তু প্রেম কবে আর বয়সের ফারাককে পাত্তা দিয়েছে! হ্যাঁ, এই মুহূর্তে বিনোদুনিয়ায় জোর গুঞ্জন চুটিয়ে প্রেম করছেন তাঁরা। যদিও দুই তারকা এক্কেবারে স্পিকটি নট। কিন্তু খবর ছড়িয়েছে দ্রুত। এক বিনোদন সংক্রান্ত ওয়েবসাইটের পরিষ্কার দাবি, তাদের সূত্রের খবর নাকি একেবারে পাক্কা।

Advertisement

সম্প্রতি ধনুষ ও কৃতী শ্যাননের ‘তেরে ইশক মে’ ছবির কাজ শেষ হওয়ার পর একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল ম্রুণালকে। আবার ধনুষ চেন্নাই থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন ‘সন অফ সর্দার ২’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিতে। সেই ছবিতে রয়েছেন ম্রুণাল। এখানেই শেষ নয়, এমনটাও জানা যাচ্ছে দু’জনের স্পটিফাই প্লেলিস্ট নাকি যুগ্ম প্লেলিস্ট! অর্থাৎ কানে কানে গানে গানে নিজেদের ছুঁয়ে থাকেন তাঁরা! আবার একটি ভিডিওয় দু’জনকে হাত ধরাধরি করে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তাঁরা কানে কানে কথাও বলছেন। এই সমস্ত ঘটনাকে জুড়ে জুড়ে পরিষ্কার হয়ে যাচ্ছে মন দেওয়া নেওয়ার সমীকরণের সত্যতা- দাবি এমনটাই।

রজনীকান্তের মেয়ে ও তামিল পরিচালক ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হয়েছিল ধনুষের। কিন্তু ১৮ বছরের দাম্পত্যে তাঁরা দাঁড়ি টেনেছেন ২০২২ সালে। ফলে এই মুহূর্তে খোলা আকাশের পাখি ধনুষ। অন্যদিকে ম্রুণাল বিয়েই করেননি। ফলে রজনীর প্রাক্তন জামাইয়ের সঙ্গে তাঁর গাঁটছড়া বাঁধায় তেমন ঝামেলা-গণ্ডগোলের আশঙ্কাও দেখছেন না কেউ। কিন্তু সত্যিই কি তাঁরা প্রেম-টেম করছেন? নাকি পুরোটাই তৈরি করা একটা গল্পগাছা মাত্র? প্রশ্নটা সহজ মনে হলেও উত্তরটা নয়। বিশেষ করে সত্যিই সম্পর্কে জড়ালে মানতেই হবে সেটা গোপনেই রাখতে চাইছেন তাঁরা। ফলে আপাতত তাঁদের পরবর্তী আপডেটের দিকেই যে নজর থাকবে গসিপপ্রেমী নেটিজেনদের তাতে আর সন্দেহ কী?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ