Advertisement
Advertisement
Bryan Adams Rupam Islam

‘A night to remember…’, রক সম্রাট ব্রায়ান অ্যাডামস সাক্ষাতে মুগ্ধ রূপম ইসলাম

কনসার্ট শেষ, তবুও ব্রায়ানে বুঁদ 'সিটি অফ জয়'।

Rupam Islam meets Bryan Adams in Kolkata concert
Published by: Sandipta Bhanja
  • Posted:December 9, 2024 9:56 am
  • Updated:December 11, 2024 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার কলকাতায় এলেন, গাইলেন আর শহর তিলোত্তমার মন জয় করলেন ব্রায়ান অ্যাডামস (Bryan Adams)। রবিবার সকাল থেকেই ব্রায়ান-ময় কলকাতা। সন্ধে যত গড়িয়েছে, রাত যত বেড়েছে সেই উন্মাদনা তত বেড়েছে বই কমেনি। কনসার্ট শেষের পরও ব্রায়ানে বুঁদ সিটি অফ জয়। শীতের শহরকে গান জ্বরে উষ্ণ করে গেলেন তিনি। আর এই রবিবাসরীয় রাতটাই চিরস্মরণীয় হয়ে রইল রূপম ইসলামের (Rupam Islam) কাছে।

এদিন অনুষ্ঠান শুরুর আগেই ব্রায়ান অ্যাডামসের সঙ্গে দেখা করেছেন রূপম ইসলাম। বাংলার কাছে যিনি রক সম্রাট, তাঁকে আরেক কিংবদন্তীর পাশে দেখে, অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ শতগুণ বেড়ে গিয়েছে। নিজের শহরেই প্রিয় শিল্পীর সান্নিধ্য। সাক্ষাৎ সেরে মুগ্ধ রূপম। তাই তো তিনি বলছেন, ‘A night to remember…’। সাক্ষাতে কী কথোপকথন হল দুজনের? রূপম ইসলামকে যখন ‘বাংলার পপুলার রক শিল্পী’ বলে পরিচয় করিয়ে দিলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা, তখন ব্রায়ান অ্যাডামস বেশ কৌতূহলী সুরেই বললেন- “আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগল।” উত্তরে রূপম বলেন- “আমি আপনার বিরাট ভক্ত। সেই শৈশব থেকে আপনার গান শুনছি।” সৌজন্য প্রকাশ করে ব্রায়নও জানান- “এবার আমি আপনার ফ্যান হব।” ব্রায়ানের সঙ্গে ছেলেকে পরিচয় করিয়েই সেই মুহূর্ত ফ্রেমবন্দি করার অনুমতি নেন রূপম ইসলাম। সায় মিলতেই ক্যামেরাবন্দি হল এক ‘রক মুহূর্ত’। এই সাক্ষাৎকার তাঁর কাছে যে চিরস্মরণীয় হয়ে থাকবে, জানালেন রূপম ইসলাম।

সত্যিই তো, কলকাতায় এমন রাত তো বার বার আসে না। ব্রায়ান অ্যাডামস, শৈশবের কত স্মৃতি। সেই রকস্টারের লাইভ কনসার্টের সাক্ষী থাকা সৌভাগ্যের। আমজনতা থেকে সেলেব, এদিন সকলেই নস্ট্যালজিয়ায় ভাসলেন ‘সামার অফ সিক্সটি নাইন’ শুনে। ব্রায়ান-জ্বরে কাবু রূপম ইসলামও সপরিবারে পৌঁছে গিয়েছেন এদিন সেক্টর ফাইভের কনসার্টে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement