Advertisement
Advertisement
Rupam Islam

রক সম্রাটের বদলা! যে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, এবার সেখানেই রূপমের একক কনসার্ট

রূপম ইসলামের হোমকামিং কনসার্ট নিয়ে উন্মাদনা তুঙ্গে!

Rupam Islam to perform in Khas Ekok 2 concert
Published by: Sandipta Bhanja
  • Posted:May 31, 2025 12:38 pm
  • Updated:May 31, 2025 2:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককের সাফল্যের উদযাপনে আবার ‘একক’ অনুষ্ঠান রূপম ইসলামের (Rupam Islam)। শিল্পীর কথায়, এটা একটা হোমকামিং কনসার্ট। রূপম ইসলামের একক উপস্থাপনায় সবসময়ই মূল বিষয়- সমসময়। সমসাময়িক সমাজ নিয়ে তাঁর একক অনুষ্ঠান বরাবরই উদাহরণ তৈরি করেছে গান সহযোগে। ঠিক তেমনই, রূপমের ব্যক্তিগত ইতিহাস, তাঁর জীবনের গল্পও কখনও একক অনুষ্ঠানের বিষয় হয়ে ওঠে। এবারের একক তেমনই তাঁর সাঙ্গীতিক জীবনের এক ইন্টারেস্টিং বৃত্ত সম্পূর্ণ করবে। ইংরেজিতে যেটাকে বলা হয় ‘হোমকামিং’। কেন এই কনসার্ট তাঁর কাছে ‘হোমকামিং’? আসলে যে মঞ্চ তিনি এবার তাঁর এককের অনুষ্ঠান করবেন, সেই মঞ্চ থেকেই একবার তাঁকে নামিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement

সেই ঘটনা তাঁর পথচলার একদম শুরুর দিকে। ১৯৯৫ সালের ৪ঠা সেপ্টেম্বর, এই মঞ্চেই এক অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। তরুণ রূপমকে তাঁর নিজের লেখা গান পারফর্ম করতে না দিয়ে সেদিন রক সঙ্গীতে অনভ‍্যস্ত শ্রোতারা উদ্ধত ভঙ্গিতে মঞ্চে উঠে এসে আক্রমণে উদ‍্যত হন। তাঁকে এভাবেই তাঁরা মঞ্চ থেকে জোর করে নামিয়ে দেন। রূপমকে সেদিন সেই সব উগ্র দর্শক-শ্রোতার মুখে শুনতে হয়েছিল- ‘বাংলায় রক হয় না। গান না থামালে মার খেতে হবে।’ এভাবেই ‘বাংলা রক-জীবন’ শুরু করেছিলেন সেদিনের প্রত‍্যাখ‍্যাত সেই তরুণ, রূপম ইসলাম। এবার সেই কলামন্দিরেই শনিবার, ৩১ মে বিকেল ৫টায় ‘খাস একক ২’-এ পারফর্ম করতে চলেছেন রকসম্রাট।

Rupam Islam's homecoming Ekok 2 concert

উল্লেখ্য, এবারে একক আয়োজনের অন‍্য আরেকটি উদযাপনযোগ‍্য কারণও আছে। যখনই একটি একক সাফল‍্যের সঙ্গে অনুষ্ঠিত হয়, তখনই প্রচুর ভালো প্রতিক্রিয়া আসতে থাকে দর্শকের থেকে এবং সেই সব প্রতিক্রিয়া সমাজমাধ‍্যমে যাঁরা পড়েন, তাঁদের মধ‍্যে কেউ কেউ বলেন- তাঁরা আগের অনুষ্ঠানটি কোনও কারণে মিস করেছেন। তখন আর একক-সংগঠকদের পক্ষেও আর কিছু করা সম্ভব থাকে না। টাইম মেশিন তো কারও হাতে নেই! আগের এককটিতে দর্শক হিসেবে আসার সুযোগ আবার ফিরিয়ে দেওয়া তো অসম্ভব। এইবার একটা সুযোগ এসেছে যে, আমরা আগের এককের সাফল‍্য উদযাপন করতে পারছি। আর এই উদযাপন করা হচ্ছে অপেক্ষাকৃত বৃহদাকার পরিসরে, প্রায় দ্বিগুণ সংখ‍্যক দর্শক শ্রোতার জন‍্য।

রূপম ইসলামের (Rupam Islam) কথায়,”আমরা বেশিরভাগ সময়ই একটা একক শেষ করে আরেকটা এককের আয়োজন দ্রুত করে উঠতে পারি না। তার অনেকরকম কারণ আছে। একটা বড় কারণ, এতদিন আমরা এককের জন‍্য তেমন করে স্পনসরশিপ গ্রহণে বিশ্বাসী ছিলাম না। তবে বোরোলীন যখন ভালোবেসে এগিয়ে এল, তাঁদের কথা আলাদা। আগের অনুষ্ঠান থেকেই ‘বোরোলীনের খাস সাবান’ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটিকে নিজেদের অংশ করে নিয়েছেন এবং সবরকমভাবে উৎসাহ দিয়েছেন। এত দ্রুত আবার একটি খাস একক বা খাস একক ২-এর আয়োজনের নেপথ্যে তাঁদেরও একটা সমর্থন আছে, তাঁদেরও একটা পুশ আছে বলেই, আমরা ‘খাস একক ২’ নিয়ে এত তাড়াতাড়ি ফেরত এলাম। ‘খাস একক ২’ স্বাভাবিকভাবে হয়তো একবছর পরে করা হত। কিন্তু বোরোলীন পরিবার আগের খাস একক মিস করা আগ্রহী দর্শক, শ্রোতাদের অতটা অপেক্ষায় রাখতে চাননি। তাঁরা যে তাঁদের সিদ্ধান্তে সঠিক তা ইতিমধ্যেই প্রমাণিত।” জানা গিয়েছে, ইতিমধ্যেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ