Advertisement
Advertisement
Rupsha Chatterjee

জমজমাট রূপসা-সায়নদীপের জামাইষষ্ঠী, কী ছিল মেনুতে?

"আমাদের সঙ্গে প্রথমবার জুনিয়র এই দিনটা ভীষণ আনন্দ করেছে।"

Rupsha Chatterjee shayandeep sarkar jamaisasthi celebration

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 1, 2025 6:28 pm
  • Updated:June 1, 2025 6:52 pm  

অরণী ভট্টাচার্য: সামাজিক বিয়ের পর প্রথম বছর জামাইষষ্ঠী পালন করলেন রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। যদিও আইনি বিয়ে সারার পর গত দু’বছর জামাইষষ্ঠী পালন করেছেন এই জুটি। তবে এবার স্পেশাল। কারণ, সঙ্গে ছিল তাঁদের সন্তান জুনিয়র। পরিবারের সঙ্গে এদিনের অনুষ্ঠান কীভাবে কাটালেন রূপসা তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে।

এদিনের উদযাপনের সমস্ত খুঁটিনাটি ভাগ করে নিলেন রূপসা। জানালেন, “ভালো কেটেছে সারাদিনটা। সকাল থেকে অনেক আয়োজন ছিল। সবকিছুর জোগাড় করতে হয়েছে, খুব ব্যস্ততায় কেটেছে। আমাদের সঙ্গে প্রথমবার জুনিয়র এই দিনটা ভীষণ আনন্দ করেছে। এত লোকজন দেখে ওর তো খুবই ভাল লেগেছে। নতুন জামাকাপড় পরেছিল ও এই দিনে। তবে খাওয়াদাওয়া তো ও কিছু করতে পারেনি। ওটা আমরাই করেছি। আসলে ওর তো অন্নপ্রাশন হয়নি এখনও।

কী ছিল এদিনের ভূরিভোজে? “এদিন মা ওর পছন্দের বিরিয়ানি বানিয়েছিলেন। এছাড়াও ছিল চিংড়ি মাছের মালাইকারি, মটন। শুক্তো, ধোঁকা এসবও মা রান্না করেছিলেন। আসলে সায়নদীপ চাইনিজ আর বিরিয়ানিটাই খেতে পছন্দ করে। বাঙালি খাবার ও অতটা ভালোবাসে না। কিন্তু আমি খুবই ভালোবাসি। আর আজকের দিনে নিয়ম মেনে সমস্ত বাঙালি খাবারের আয়োজনই মা করেছিলেন। আর আমাদের যেহেতু জামাইষষ্ঠীর তত্ত্ব দেওয়া নেওয়া হয় তাই উপহার হিসাবে সেটাই এসেছে। তাতে রয়েছে ফল, মিষ্টি, জামাকাপড়।

নতুন কী কাজ আসছে? “নতুন একটা সিরিজের কাজ করছি। ছেলেকে সঙ্গে নিয়েই শুটিং করছি। ও ফ্লোরে মায়ের কাছে থাকত। ও ভীষণ বোঝে সবটা এই বয়স থেকেই। ওর খুব ঘুম বা খিদে না পেলে ও খুব একটা কান্নাকাটি করে না। তবে ও সলিড ফুড খাওয়া শুরু না করলে ওকে রেখে আর শুটিংয়ে যাব না। তাই ওর সামনের মাসে অন্নপ্রাশন হয়ে গেলে তারপর ধীরে ধীরে ছবি বা ধারাবাহিকের কাজে ফিরব।” 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement