Advertisement
Advertisement
Sabyasachi Chakraborty Mithu Chakraborty

ক্যানসারের চ্যালেঞ্জ সামলে শুটিং ফ্লোরে ফিরছেন মিঠু চক্রবর্তী, স্ত্রীর পাশে সব্যসাচীও

'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন মিঠু।

Sabyasachi Chakraborty Mithu Chakraborty come back in acting

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 1, 2025 2:32 pm
  • Updated:June 1, 2025 2:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ থেকে কিছুদিনের জন্য অবসর নিয়েছিলেন শারীরিক সমস্যার কারণে। অবশেষে প্রতিকূলতাকে জয় করে ফের শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তবে শুধু তিনি একা নন। তাঁর সঙ্গে শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীও। একই সঙ্গে এবার নাকি কাজ করবেন তাঁরা।

Advertisement

গত বছরের মাঝামাঝি জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন মিঠু চক্রবর্তী। সেই সময় তিনি অভিনয় করছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ। সেই ধারাবাহিক চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন মিঠু। সরে দাঁড়ান ধারাবাহিক থেকে। এরপর তাঁর দীর্ঘ চিকিৎসা চলেছে। সমস্ত কিছুই মনের জোরে সামলে নিয়েছেন সব্যসাচী জায়া। সবসময় তাঁর পাশে থেকেছেন স্বামী সব্যসাচী চক্রবর্তী। আর এবার ফের শুটিং ফ্লোরে ফিরছেন তাঁরা একসঙ্গে দুজনেই।

তবে কোনও ছবি বা ধারাবাহিকের শুটিং নয়। বরং একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজই করতে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই নাকি সেই শুটিংয়ের একটা বড় অংশ হয়ে গিয়েছে। কিছুমাস আগে তাঁদের দুজনকে দেখা গিয়েছিল প্রবাদপ্রতিম চিত্র পরিচালক প্রভাত রায়ের জন্মদিনের পার্টিতে। এই মুহূর্তে চিকিৎসা চললেও অভিনেত্রী আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে শোনা যাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ