সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ ১৮ই জুলাই মুক্তি পেয়েছে বড়পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পাচ্ছে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অহন পান্ডে ও অনীত পাড্ডা। ছবি মুক্তির প্রথম দিনেই ছবির ব্যবসার দিক থেকে এগিয়ে রয়েছে এই ছবি। প্রথমদিনেই এই ছবির বক্সঅফিস কালেকশন ২০ কোটি পেরিয়েছে। শুক্রবারের পর শনি ও রবিবার অর্থাৎ উইকএন্ডে এই ছবির ব্যবসা কেমন হয় সেই দিকেই মুখে রয়েছেন সকলে। শুধু তাই নয় এই ছবি দেখতে রীতিমত ভিড় জমিয়েছেন হলে সিনেমা হলে দর্শক এবং ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে তাঁদের। ছবিতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন। ভারতীয় চলচ্চিত্র জগতে এক ইতিহাস সৃষ্টি করেছে এই ছবি।
এমনকি রোম্যান্টিক ঘরানার ছবির এহেন ব্যবসা সত্যিই প্রশংসা করার মতোই। প্রথম দিনে মোট ২০০০টি টিকিট বিক্রি হয়েছে ‘সাইয়ারা’ ছবির। ইতিহাস বলছে ‘কহো না প্যায়ার হ্যায়’, ও ‘রিফিউজি’ ছবির পর ২৫ বছরে এই প্রথম নাকি কোনও রোম্যান্টিক ঘরানার ছবি প্রথম দিন এমন ব্যবসা করল। শুধু তাই নয় এই ছবির প্রথম দিনের ব্যবসা পরিচালক মোহিত সুরির ফিল্মি কেরিয়ারেরও প্রথম দিনে ব্যবসা করা ছবি। অতিমারি পরবর্তী সময়ে এই ছবির ব্যবসা নিয়ে সিনেমা বিশ্লেষকরাও মতামত রাখছেন। তাঁদের মতে করোনা পরবর্তী সময়ে এই ছবিটি নাকি ভারতীয় চলচ্চিত্র জগতের সেই ছবি যা রোম্যান্টিক ঘরানার ছবি হয়েও প্রথমদিনে ২০ কোটির ব্যবসা করেছে।
Blockbuster 🔥
— ARYAN (@Diltohibata)
সারা দেশে ‘সাইয়ারা’ ছবি ৮০০০টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। বিশ্লেষকদের মতে প্রথম দিনে ২০ কোটি টাকার ব্যবসা করার জন্য যে কোনও ছবির ১৮০০০ বেশি শোয়ের প্রয়োজন হয়। যা এক্ষেত্রে ব্যাতিক্রম। এমনকি ছবির গানও মন জিতে নিয়েছে দর্শকের। সিনেমা দেখতে দেখতেই এই গানের সুরে গলা মিলিয়েছেন দর্শক। সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। রেকর্ড গড়ার পর এবার বক্সঅফিসে আগামী দিনেও এই ছবি ঝোড়ো ব্যাটিং করবে বলেই আশা সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.