Advertisement
Advertisement

Breaking News

Saiyaara

‘ভালোবাসায় ঈশ্বরলাভ হয়, বর্তমান প্রজন্মের সাইয়ারা দেখা উচিত’, আধ্যাত্মিক গুরুর নিদানে শোরগোল!

'সাইয়ারা'র মাধ্যমে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হওয়ার কথা ধর্মগুরুর মুখে! কী বললেন?

Saiyaara Promotes Spiritual Awakening, Says Baba Param Guru
Published by: Sandipta Bhanja
  • Posted:July 24, 2025 4:15 pm
  • Updated:July 24, 2025 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাইয়ারা’ জ্বরে আক্রান্ত গোটা দেশ। কেউ সিনেমা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে মূর্চ্ছা যাচ্ছেন, তো কেউ বা অপরিচিতের গলা ধরে অঝোরে কাঁদছেন। এক যুবক তো হাতে স্যালাইন নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। কারও বা আবার ভাঙা প্রেম জুড়ছে মোহিত সূরি পরিচালিত এৎ রোম্যান্টিক সিনেমা। এককথায় আট থেকে আশির মুখে এখন ‘সাইয়ারা’র নাম। বিশেষ করে কপোত-কপোতিরা দলে দলে প্রেক্ষাগৃহ হাউসফুল করছেন। সিটি, করতালির আওয়াজে ভরে উঠেছে হলের গর্ভগৃহ। আর সেই সিনেমা দেখেই কিনা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কথা বললেন ধর্মগুরু। যে ভাইরাল ভিডিও দেখে আপাতত হতবাক নেটবাসিন্দা!

Advertisement

মুক্তির পর পয়লা সপ্তাহেই গোটা বিশ্বজুড়ে ১৫০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘সাইয়ারা’। নবাগত অহন পাণ্ডাকে আবার সেই প্রেক্ষিতে অনেকেই হৃতিক রোশনের সঙ্গে তুলনা করছেন। সম্প্রতি এহেন চর্চা দেখেশুনেই প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ দেখতে হাজির হয়েছিলেন বাবা পরম গুরু। পরনে গেরুয়া বসন। প্রেক্ষাগৃহের আসনে একাই রোম্যান্টিক সিনেমা উপভোগ করতে দেখা গেল তাঁকে। আর ছবি দেখে বেরিয়েই তিনি যে প্রতিক্রিয়া দিলেন সেটা বর্তমানে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

বাবা পরমগুরুর মন্তব্য, “আপনারা হয়তো ভাবতেই পারেন আমার মতো সন্ন্যাসী কিংবা ‘বাবা’ কেন সাইয়ারা দেখতে প্রেক্ষাগৃহে এসেছেন। আসলে এই ছবির মাধ্যমে যে ভালোবাসার বার্তা দেওয়া হয়েছে, তার গুরুত্ব বোঝাতেই আমি এসেছি। আজকাল তো সকলের চারটে করে প্রেম থাকে। তাই এমন আবহে এরকম একটা সিনেমা দরকার ছিল বলেই আমি মনে করি। আমার মনে হয়, ভালোবাসার গুরুত্ব বোঝার জন্য দেশের বর্তমান প্রজন্মের সকলের এই সিনেমা দেখা দরকার। ভালোবাসার মাধ্যমেই তো ঈশ্বরকে পাওয়া যায়।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ ১৮ই জুলাই মুক্তি পেয়েছে বড়পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পাচ্ছে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অহন পান্ডে ও অনীত পাড্ডা। ছবি মুক্তির প্রথম দিনেই ছবির ব্যবসার দিক থেকে এগিয়ে রয়েছে এই ছবি। প্রথমদিনেই এই ছবির বক্সঅফিস কালেকশন ২০ কোটি পেরিয়েছে। শুধু তাই নয় এই ছবি দেখতে রীতিমত ভিড় জমিয়েছেন হলে সিনেমা হলে দর্শক এবং ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে তাঁদের। ছবিতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন পাণ্ডে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement