সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি…’, মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে সন্তান আগমনের কথা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। যার জেরে ভিকি-ক্যাটরিনা আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। বলিপাড়ার অন্যতম ‘হ্যাপেনিং কাপল’কে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট, সোনম কাপুর থেকে রণবীর-দীপিকা-সহ আরও অনেকে। এমন আবহেই নেটপাড়ায় ভাইরাল ভাইজানের নাম করে একটি পোস্ট। যেখানে মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করার জন্য ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছা জানাতে দেখা গেল সলমনকে!
আদৌ কি প্রাক্তন ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সলমন? বলিউড মাধ্যম সূত্রে খবর, নেটভুবন তোলপাড় করা ওই পোস্ট আদতে ভুয়ো। মোটেই সলমনের তরফে ক্যাটরিনার প্রেগন্যান্সি শুটের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়নি। আর প্রাক্তনের পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানানো তো দূরঅস্ত, ভিকি-ক্যাটরিনার আসল পোস্টে ‘লাইক’ পর্যন্ত করেননি বলিউড সুপারস্টার।
♥️♥️
— Harsh. (@harshptl_itz)
প্রসঙ্গত, বিচ্ছেদের পরও বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন সলমন-ক্যাটরিনা। আর সেই বন্ধুত্বের প্রতিফলন একাধিকবার পর্দায় ফুটে উঠেছে তাঁদের সমীকরণের মাধ্যমে। সলমন-ক্যাটরিনার প্রেম নিয়ে বিটাউনের অন্দরমহলে এককালে চর্চার অন্ত ছিল না! একে-অপরের পরিবারের সঙ্গেও বেশ স্বচ্ছন্দ্য বোধ করতেন। সেলিম খানের পারিবারিক অনুষ্ঠানেও অবাধ যাতায়ত ছিল ক্যাট সুন্দরীর। তবে বছর খানেকের মধ্যেই মোহভঙ্গ! এরপর সলমনের সঙ্গে বিচ্ছেদের পরই ক্যাটরিনা কাইফের বিরহের সঙ্গী হন ভিকি কৌশল। বর্তমানে তাঁরা দম্পতি। এবার মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.