Advertisement
Advertisement
Salman Khan

একফ্রেমে হৃতিক-সলমন! নতুন বছরে বলিউডে বড় চমক

হৃতিকের হাতে তেমন কোনও ছবি নেই। তবে সলমন এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'সিকন্দর'-এর শুটিংয়ে।

Salman Khan and Hrithik Roshan join hands for the first time onscreen
Published by: Akash Misra
  • Posted:December 24, 2024 3:12 pm
  • Updated:December 24, 2024 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে বলিউডে বড় চমক। একফ্রেমে এবার সলমন খান ও হৃতিক রোশন! হ্যাঁ, ঠিকই পড়েছেন। বলিউডের দুই হ্যান্ডসাম নায়ককে এবার দেখা যাবে জুটিতে। ভাবছেন কী ছবি?

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বলিউডের সূত্রের খবর, আলি আব্বাস জফরের পরিচালনায়, কোনও ছবিতে নয়, বরং বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সলমন ও হৃতিক। এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বড় বাজেটের ছবিকেও। জানা গিয়েছে, হৃতিক ও সলমনকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।

আপাতত, হৃতিকের (Hrithik Roshan) হাতে তেমন কোনও ছবি নেই। তবে সলমন এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘সিকন্দর’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই, কড়া নিরাপত্তার মোড়কে শুটিং সারছেন বলিউডের ভাইজান।

প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে ‘দাবাং’ মেজাজেই ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করে যাচ্ছিলেব সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement