সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার পেয়েছেন হুমকি। সদ্যই আবার বাড়িতে দুই অজ্ঞাতপরিচয়ের আগমন। তাই সময় যত গড়াচ্ছে, ততই যেন বাড়ছে হামলার আশঙ্কা। তারই মাঝে বন্ধুর বিয়েতে হাজির সলমন। অবশ্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ও ভিডিও। যা দেখে অনেকেরই প্রশ্ন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্ক কি তাড়া করছে ভাইজানকে।
জানা গিয়েছে, সলমনের বন্ধু আয়াজ খান এবং জেবার বিয়ে ছিল। ওই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন সলমন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, নীল শার্ট, ধূসর জ্যাকেট এবং রংমিলান্তি প্যান্ট ও জুতো পরে বিয়েবাড়িতে যান সলমন। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান, নবদম্পতি। বলিউডের ভাইজানকে দেখে স্বাভাবিকভাবেই বিয়েবাড়িতে জোর শোরগোল পড়ে যায়। অনেকেই তাঁকে ঘিরে ধরেন। সকলের মাঝে হাসিমুখে কথাবার্তা বলতে দেখা যায় সলমনকে।
View this post on Instagram
ওই বিয়েবাড়িতে সলমনের ভাই সোহেল খানকেও দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর ছেলে নির্বাণ খান। কালো টি-শার্ট এবং জিন্সে দেখা গিয়েছে সোহেলকে। নির্বাণেক পরনে কালো টি-শার্ট, মেরুন জ্যাকেট ও ডেনিম। ওই বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সূরজ পাঞ্চোলি, উর্বশী ঢোলাকিয়া এবং ঋদ্ধিমা পণ্ডিতও।
প্রসঙ্গত, গতবছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যার জেরে ঘুম ছুটেছে ভাইজান ঘনিষ্ঠদের। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়। বলিউড সুপারস্টারের গতিবিধিও বর্তমানে মাপা। তাঁর জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যেই। গত বছর এপ্রিল মাসে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ করে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। যার জেরে বাংলোর বারান্দাটিকেও বুলেট প্রুফ কাচ দিয়ে মুড়ে ফেলেছেন ভাইজান। গ্যালাক্সির বাইরেও সর্বক্ষণ কড়া নিরাপত্তা থাকে। তবে এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা সত্ত্বেও পরপর দু’দিন সলমনের বাংলোতে ঢুকে পড়ে দুই অনাহূত। তারই মাঝে সলমনের বিয়েবাড়িতে যাওয়া নিয়ে যথেষ্ট উৎকণ্ঠায় তাঁর অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.