সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ তিনি বলিউডের সুপারস্টার, কারও কাছে ভাই কারও কাছে তিনি জান আর সবটা মিলিয়ে তিনি ভাইজান। অর্থাৎ সলমন খান। কিন্তু ফিল্মি কেরিয়ারের শুরুটা করেছিলেন পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে এরকমই এক চরিত্র অভিনয় করেছিলেন সলমন। আর সেখানেই নাকি অভিনয় শিখেছিলেন তিনি বর্ষীয়ান অভিনেত্রী রেখার কাছে। এবার এই নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক জেকে বিহারি।
এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, “সলমনের কেরিয়ারের শুরুর দিকের ঘটনা। নিজের কাজ সম্পর্কে ও ভীষণই ওয়াকিবহাল ছিলেন। সময়ে শুটিং সেটে চলে আসতেন। শুধু তাই নয় ভীষণ মনোযোগীও ছিলেন। কঠোর পরিশ্রম করতেন।” পরিচালক আরও বলেন, “বেশ কিছু সময় আমি সলমনের উপর ভীষণই বিরক্ত হতাম। সলমন নিজের সংলাপ সঠিকভাবে বলতে পারত না। আমি ধৈর্য হারিয়ে ফেলতাম কিন্তু রেখা আমাকে সবসময় বোঝাত। এমনকি রেখা এমনও হয়েছে যে, আমাকে বলেছেন তিনিই শিখিয়ে নেবেন সলমনকে। রেখা এরপর থেকে ভীষণভাবে সাহায্য করত। রেখা এবং সলমনের মধ্যে পরবর্তীকালে অত্যন্ত সুসম্পর্ক তৈরি হয়েছিল।” এমনকি সেকথা সাম্প্রতিককালে ‘বিগ বস’ সিজন ১৯’র মঞ্চে স্বীকার করেছেন সলমন নিজেই।
তবে অভিনয় না জানা এক্কেবারে নতুন একজন অভিনেতার পরিচয় থেকে একটু একটু করে হয়ে উঠেছেন সুপারস্টার। তাঁর নিজের চেষ্টায়, যাতে কোনও ত্রুটি ছিল না। এখন তিনি বলিউডের সুপারস্টার এবং সকলের ভাইজান। আগামীতে তাঁর নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাবে। ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে এই ছবি নির্মিত হচ্ছে। যার প্রথম অংশের শুটিং শেষ হয়ে গিয়েছে লেহ-লাদাখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.