Advertisement
Advertisement
Salman Khan

খান পদবির জন্য জোটে ‘দেশদ্রোহী’ খোঁচা! তবু স্বাধীনতা দিবসে সলমনের গলায় ‘সারে জাঁহা সে আচ্ছা…’

স্বাধীনতা দিবসে 'গায়ক' সলমনের কণ্ঠে দেশের জয়গান।

Salman Khan Extends Independence Day Wishes With Rendition Of Saare Jahan Se Accha, WATCH
Published by: Sandipta Bhanja
  • Posted:August 15, 2025 4:36 pm
  • Updated:August 15, 2025 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবির জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে! শুধু তাই নয়, স্টারডমের জোরে ভারতীয় সিনেশিল্প চাঙ্গা রাখা তারকার অবদান ভুলে নেটপাড়াতেও বারবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তৎসত্ত্বেও বারবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন সলমন খান । কখনও সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তো কখনও বা আবার স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি আদতে মানবতার ধর্মে বিশ্বাসী। এবার ৭৯তম স্বাধীনতা দিবসে ‘গায়ক’ সলমনের কণ্ঠে দেশের জয়গান।

Advertisement

বর্তমানে ‘ব্যাটেল অফ গালওয়ান’ সিনেমার জন্য কড়া প্রস্তুতি নিচ্ছেন ভাইজান। গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে যে বলিউড ছবি তৈরি হচ্ছে, সেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। তার জন্যই আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বলিউড সুপারস্টার। চলছে কড়া প্রস্তুতি। নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরাচ্ছেন। এমন আবহেই শুক্রবার ‘সারে জাঁহা সে আচ্ছা…’ গানটি গেয়ে ভিডিও পোস্ট করলেন অভিনেতা। সাদাকালো ফ্রেমে সলমনের কণ্ঠে ফুটে উঠল দেশভক্তি। আর সেই ভিডিও দেখেই ভাইজান অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। উল্লেখ্য, এর আগে ‘ক্লিক’ এবং ‘হিরো’ সিনেমার জন্য গান গেয়েছিলেন বলিউডের ‘সিকন্দর’। এবার ফের একবার গায়ক হিসেবে ধার দিলেন সলমন খান।

সম্প্রতি ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার পোস্টার শেয়ার করেই মহাচমক দিয়েছিলেন সলমন। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনছেন পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। ভাইজানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগস্ট মাস থেকেই লাদাখে লম্বা শিডিউলে সিনেমার শুটিং শুরু হবে। তারপর মুম্বইয়ের শুটের পালা। এদিকে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর ঝলক দেখে ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা ৫০০ কোটির ব্যবসা করবেই।’ বছর খানেক ধরেই যদিও বক্স অফিসে মন্দা বাজার ভাইজানের। এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement