Advertisement
Advertisement
Pankaj Dheer’s Funeral

চোখের জলে ‘কর্ণ’কে বিদায় সলমনের, পঙ্কজ ধীরের শেষকৃত্যে আবেগপ্রবণ ভাইজান

কড়া নিরাপত্তায় মুড়ে পঙ্কজের শেষকৃত্যে সলমন খান।

Salman Khan gets Emotional at Pankaj Dheer’s Funeral
Published by: Sandipta Bhanja
  • Posted:October 15, 2025 6:27 pm
  • Updated:October 15, 2025 6:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের মারণ থাবায় বুধবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন পঙ্কজ ধীর। আপামর ভারতবাসীর কাছে যিনি ‘কর্ণ’। টেলিভিশনের পর্দায় মহাভারতের বলিষ্ঠ চরিত্রে দর্শকমনে বিশেষ ছাপ ফেলেছিলেন পঙ্কজ। বুধবার তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বলিমহলে। এদিন সন্ধেয় মুম্বইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে শেষকৃত্য হয় অভিনেতার। সেখানেই ‘কর্ণ’কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন টেলিদুনিয়া থেকে সিনেদুনিয়ার তারকারা। ‘বিগ বস’-এর শুটিং, ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর কাজ ফেলে শত ব্যস্ততার মাঝে কড়া নিরাপত্তায় মুড়ে পঙ্কজ ধীরের শেষকৃত্যে ছুটে যান সলমন খানও।

Advertisement

পরনে সাদামাটা জলপাই রঙের পোশাক। আলুথালু চেহারা! বিষণ্ণ মুখে শ্মশানে দেখা যায় সলমনকে। পঙ্কজের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাইজান। চিকচিক করে ওঠে তাঁর চোখের কোণ। পঙ্কজের পুত্র নিখিল ধীরকে কাছে পেয়েই বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে দেখা যায় বলিউড সুপারস্টারকে। সেই ভিডিওই আপাতত ভাইরাল নেটপাড়া। পঙ্কজের শেষকৃত্যে সলমনের সঙ্গে হাজির ছিলেন বি আর চোপড়ার মহাভারতের অন্যান্য কাস্টরাও। দেখা গেল দীপ ধিল্লোঁ, ‘দ্রোণাচার্য’ সুরেন্দ্র পল, ‘অর্জুন’ ফিরোজ খান-সহ মুকেশ ঋষিকে। ‘চন্দ্রকান্তা’ খ্যাত শাহবাজ খানকেও দেখা গেল পঙ্কজের শেষকৃত্যে। সলমনের পরই আসতে দেখা যায় বলিউড তারকা সিদ্ধার্থধ মালহোত্রাকে।

মৃত্যুকালে পঙ্কজ ধীরের বয়স হয়েছিল ৬৮। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। লড়াই করছিলেন ক্যানসারের সঙ্গে। কয়েকমাস আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়, হয়েছিল অস্ত্রোপচার। কিন্তু শত চেষ্টার পরও শেষ রক্ষা হল না। বুধবার, ১৫ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাশোসিয়েশন’।

ছোটপর্দায় ‘মহাভারত’ ছাড়াও একাধিক হিন্দি ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসা পেয়েছে। অভিনয় করেছেন ‘জমিন’, ‘সোলজার’, টারজান: দ্য ওয়ান্ডার কার’ প্রভৃতি ছবিতে। বড়পর্দার পাশাপাশি একাধিক হিন্দি ধারাবাহিক ও ওয়েবে সিরিজেও দর্শক পেয়েছেন তাঁকে। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান তাঁর দর্শক-অনুরাগীরা। তাঁর অকালমৃত্যু বিনোদুনিয়ায় এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ