Advertisement
Advertisement
Salman Khan

সিগারেট হাতে নিয়েই সঞ্চালনা, সলমনের কীর্তি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে! ধেয়ে এল কটাক্ষ

ভাইজানের কাণ্ড দেখে তোলপাড় নেটপাড়া।

Salman Khan Holds Cigarette While Hosting Bigg Boss OTT 2; Viral Photo Sparks Debate | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 9, 2023 1:14 pm
  • Updated:July 9, 2023 1:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’- এমন সতর্কীকরণ আমাদের অচেনা নয়। বড়পর্দা থেকে ছোটপর্দা, সিনেমা হোক কিংবা সিরিজ, শুরুতেই এমন সতর্কবার্তা ফলাও করে দেওয়া থাকে। সেখানে রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রকাশ্যেই হাতে সিগারেট নিয়ে সঞ্চালনা করছেন সলমন খান। সেই ছবি-ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে।

Advertisement

বলিউড সুপারস্টার হয়েও তাঁর এহেন আচরণ মেনে নিতে পারেননি অনেকেই। নেটপাড়ার নীতিপুলিশেরা প্রশ্ন তুলেছেন,’নবীন প্রজন্মের কাছে কী বার্তা দিচ্ছেন আপনি? আপনাকে দেখে কী শিখবে ওরা?’ প্রসঙ্গত, ‘বিগ বস ওটিটি ২’-এর সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘উইকেন্ড কা বার’-এ সলমন খানের হাতে জ্বলন্ত সিগারেট দেখা গিয়েছে।

শনিবার রাতে ‘বিগ বস’-এর ঘরে সারা সপ্তাহের কাণ্ডকারখানা এবং প্রতিযোগীদের দোষ-গুণের সার্টিফিকেট দিতে আসেন সলমন। কে থাকবেন আর কে-ই বা ‘বিগ বস’-এর ঘরের দায়িত্ব নেবেন, সবটাই ঠিক করেন ভাইজান। এদিনও প্রতিযোগীদের সঙ্গে সেসব কথা বলছিলেন ভাইজান। তবে নেটিজেনদের নজরে পড়ে তাঁর হাতের সিগারেট। ব্যস, নেটপাড়ায় তুলকালাম কাণ্ড !

[আরও পড়ুন: ‘অশিক্ষিতরা দেশ চালাচ্ছে’, কাজলের মন্তব্যকে হাতিয়ার করেই মোদি’ভক্ত’দের বিঁধলেন শিব সেনা নেত্রী]

কারও মন্তব্য, ‘এক সপ্তাহ আগেই যেখানে ‘বিগ বস’-এর ঘরে আকাঙ্ক্ষা পুরি, জাদ হাদিদের সহবৎ-নহবৎ, পারিবারিক শিক্ষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সলমন, সেখানে নিজেই কিনা হাতে সিগারেট নিয়ে শো সঞ্চালনা করছেন। এটা কীরকম হিপোক্রিসি?’ কেউ বা আবার সলমনকে কটাক্ষ করে বলেন, ‘জানি আপনি হিপোক্রিট। কিন্তু যাঁদেরকে জ্ঞান দিচ্ছেন, অন্তত তাঁদের সামনে তো নম্র আচরণ করুন।’ কেউ বা বলছেন, ‘এটা ওটিটি, জাতীয়স্তরের চ্যানেল নয়, তাই সম্ভবত কোনও আইনি পদক্ষেপ করা হয়নি!’ ভাইজানের উদ্দেশে কারও বা উপদেশ, ‘অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে শুধরান।’ সবমিলিয়ে ‘বিগ বস ওটিটি ২’-তে সলমন খানের কীর্তি নিয়ে সরগরম নেটপাড়া।


by in

[আরও পড়ুন: ‘অশিক্ষিতরা দেশ চালাচ্ছে’, কাজলের মন্তব্যকে হাতিয়ার করেই মোদি’ভক্ত’দের বিঁধলেন শিব সেনা নেত্রী]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement