সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে লাদাখে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত বলিউডের ভাইজান সলমন খান। অপূর্ব লাখিয়ার এই ছবির শুটিংয়ের নানা মুহূর্ত ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার ছবির শুটিংয়ের মাঝে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন সলমন।
শনিবার, লেহ’র রাজ নিবাসে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার সঙ্গে কুশল বিনিময় হয় ভাইজান সলমনের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবি। লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের তরফে থাঙ্কা চিত্র উপহার হিসাবে সলমনের হাতে তুলে দেন তিনি। যেখানে গৌতম বুদ্ধের জীবনকে এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হাতে সেই উপহার, গলায় উত্তরীয় পরে হাসিমুখে সলমনকে পোজ দিতে দেখা গিয়েছে কবিন্দর গুপ্তার সঙ্গে সুপারস্টারকে।
Bollywood icon Salman Khan paid a courtesy visit to the Hon’ble Lt. Governor Shri at the Raj Niwas, .
— Office of the Lt. Governor, Ladakh (@lg_ladakh)
উল্লেখ্য, সলমনের এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। যা দেখে দর্শকের মধ্যে এক আলাদা উন্মাদনা শুরু হয়েছে। ২০২০ সালের জুন মাসে ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে বোনা হচ্ছে এই ছবির গল্প। এই ছবিতে সলমনকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে। যিনি এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। উল্লেখ্য এমন এক চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন ভাইজান। কোনও ত্রুটি রাখতে চাননি বলা ভালো কোনও আপোস করতে চাননি। এমনকি লাদাখে শুটিংয়ের জন্যও নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি। বিশেষভাবে ফিটনেসের দিকে মন দিয়েছিলেন সলমন। সলমন খান ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.