সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার নয়াদিল্লিতে প্রতীরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভবনে, আর তার চব্বিশ ঘণ্টার ব্যবধানে সোমসন্ধেয় মহারাষ্ট্রের মন্ত্রীর বাড়িতে সলমন খান। কৌতুহলীদের প্রশ্ন, ভাইজান কি তবে রাজনীতির রঙ্গমঞ্চে পা রাখতে চলেছেন?
আসলে সোমবার রাতে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাড়ির গণেশ পুজোয় যোগ দিয়েছিলেন সলমন খান। সেখানেই সেলেবসুবো হাবভাব সরিয়ে খালি পায়ে হেঁটে মণ্ডপ পর্যন্ত পৌঁছতে দেখা যায় অভিনেতাকে। বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার খুনের হুমকিতে প্রাণভয়ও টলাতে পারেনি সলমনের গণেশভক্তি। গণপতি উৎসবের আমেজে ভাইজান যেন অনেকটাই আগল খোলা। কখনও বাড়ির বিসর্জনে ঢোল-তাশার তালে রাস্তায় নাচছেন আবার কখনও বা মন্ত্রীর বাড়ির পুজোয় পৌঁছে যাচ্ছেন অনায়াসে। আর ‘সংস্কারি’ ভাইজানের সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে অনুরাগীরাও ততোধিক উল্লসিত।
View this post on Instagram
মুসলিম হলেও হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মান সলমন খানের। তিনি আদতে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। বরাবর একথা বলে এসেছেন ভাইজান। মুসলিম হলেও ফি বছর নিজের বাড়িতে গণেশ পুজো করেন বলিউড সুপারস্টার। বর্তমানে অবশ্য সেই পুজোর ভার বর্তেছে তাঁর বোন অর্পিতা খান শর্মার উপর। বিয়ের পর থেকে বিগত কয়েক ধরেই শ্বশুরবাড়িতে স্বামী আয়ুষ শর্মাকে নিয়ে জমজমাট পুজোয় আয়োজন করে আসছেন তিনি। পুজোর কটা দিন সলমন-সহ খান পরিবারের বাকি সদস্যরাও পৌঁছে যান অর্পিতার বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি। বিসর্জনের রাতেও কড়া নিরাপত্তাবলয়, বুলেট প্রুফ গাড়ি ছেড়ে মুম্বইয়ের রাস্তায় ‘দাবাং’ মেজাজে ধরা দেন ভাইজান!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.