সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা সিদ্দিকির হত্যার পর থেকে একাধিক প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। বাড়িয়ে দেওয়া হয়েছে সুপারস্টারের নিরাপত্তা। হুমকির নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, এমনই অভিযোগ। কারণ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই সলমনকে নিজের শত্রু মনে করে সে। এমন পরিস্থিতিতেই ‘বিগ বস’ শোয়ের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সংক্রান্ত পুরনো ভিডিও নিয়ে সলমনকে কথা বলতে দেখা যাচ্ছে।
শোনা যায়, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় যাবতীয় ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ, সেই ছবির শুটিং চলাকালীনই শিকারে গিয়েছিলেন সলমন খান, সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম, তাব্বুরা। সেখানেই কৃষ্ণসার হরিণ হত্যা করা হয়েছিল। কৃষ্ণসার হরিণকে ইশ্বরজ্ঞানে পুজো করেন বিষ্ণোই সমাজ। তার জেরেই লরেন্স বিষ্ণোইর রোষানলে পড়েন সলমন। এমনকী, সলমনের বাড়ির গুলিবর্ষণের নেপথ্যেও নাকি বিষ্ণোই গ্যাংয়েরই হাত রয়েছে।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর জন্যই নয়ের দশকে সলমনকে থানায় যেতে হয়েছিল। থানার ভিতরের একটি ভিডিও বহুদিন ধরেই সোশাল মিডিয়ায় রয়েছে। সেই প্রসঙ্গ টেনেই ‘বিগ বস’ প্রতিযোগী রজত দালালকে সহবত শিক্ষা দেন সলমন।
বলিউডের ‘সুলতান’ বলেন, “আমার আগের ক্লিপিং দেখেছেন হয়তো। মনে হতে পারে এই দ্যাখো সলমন খান পুলিশ স্টেশনে বসে আছে মেজাজ নিয়ে। কিন্তু আমি তো এতে জড়িতই ছিলাম না, তাহলে ভয় পাবো কেন? তবে কোনও পদস্থ কর্তাব্যক্তি যখন আসেন, তখন উঠে দাঁড়ানো, তাঁকে সম্মান জানানো, ওই পদকের সম্মান জানানো দরকার ছিল। তাই যখনই আমি আমার ওভাবে বসে থাকার ক্লিপিংটা দেখতে পাই নিজেরই ভালো লাগে না। ভাবি, অল্প বয়সে এ আমি কী করেছিলাম। আমার একটা হাঁটাচলার ধরন রয়েছে তা তো বদলাতে পারব না। তাতে মনে হয় বদমেজাজি, অহংকার আছে। তা নেই। আপনার সামনে আপনার থেকেও জোরে কথা বলতে পারি আমি। কিন্তু তা তো আমি করি না! এটা আমার চয়েজ।”
Salman Khan advice
part 2— Rajat Dalal Parody (@im_rajatdalal)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.