Advertisement
Advertisement
Salman Khan

‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটের ফাঁকে লাদাখে জওয়ানদের সঙ্গে খোশমেজাজে সলমন, কী করলেন জানেন?

ভাইরাল ভাইজানের ছবি।

Salman Khan pose with soldiers at Battle of Galwan's shoot in Ladakh
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2025 9:23 pm
  • Updated:September 11, 2025 9:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন সলমন খান। আগেভাগেই জানা গিয়েছিল যে, এহেন সাক্ষাতের নেপথ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। বরং ভারত-চিন সীমান্তে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ের জন্যই অনুমতি নিতে গিয়েছিলেন ভাইজান। এবার অবশেষে লাদাখে সেই বহু প্রতীক্ষিত ছবির শুটিং শুরু করলেন সলমন।

Advertisement

লাদাখ থেকে সলমনের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল শুটের অবসরে খোশমেজাজে জওয়ানদের সঙ্গে বলিউড সুপারস্টারকে সময় কাটাতে। পরনে কার্গো প্রিন্টের প্যান্ট, জলপাই রঙের টিশার্ট। চোখে রোদচশমা। জওয়ানদের মধ্যমণি হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সলমন। আর সেই ছবিই আপাতত নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে। গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে যে নতুন বলিউড সিনেমা আসছে, সেই ছবিতে যে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে, সেখবর আগেই মিলেছে। এবার সলমনকে দেখা গেল সন্তোষ লুকে! যা দেখে ইতিমধ্যেই পয়লা ঝলক দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এই চরিত্রে অভিনয়ের জন্য মাস দুয়েক আগে থেকে আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিলেন সলমন খান। নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। এবার ক্যামেরার সামনে ভারত-চিন সংঘাতের কাহিনি ফুটিয়ে তুলতে প্রস্তুত ভক্তদের ভাইজান।

সম্প্রতি ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার পোস্টার শেয়ার করেই মহাচমক দিয়েছিলেন সলমন। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনছেন পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। ভাইজানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। উল্লেখ্য, বছর খানেক ধরেই মন্দা বাজার ভাইজানের, এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তাঁর আগামী ছবির ঝলক দেখে তেমনটাই মনে করছেন একাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ