Advertisement
Advertisement
Salman Khan

বিলেতের মাটিতে স্থগিত ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’, পহেলগাঁও হামলার পর বড় সিদ্ধান্ত সলমনের

ইনস্টাগ্রামে ভাইজান নিজে এই সিদ্ধান্তের কথা জানান।

Salman Khan postpones UK show after Pahalgam terror attack
Published by: Sayani Sen
  • Posted:April 28, 2025 1:39 pm
  • Updated:April 28, 2025 1:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কাশ্মীর আর ভূস্বর্গ নেই, নরকে পরিণত হয়েছে।” ঠিক এই ভাষাতেই পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সমালোচনা করেছিলেন সলমন। আর এবার ওই হামলার নৃশংসতার যন্ত্রণায় বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান। বিলেতের মাটিতে আপাতত স্থগিত ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’। ইনস্টাগ্রামে নিজে সেই সিদ্ধান্তের কথা জানান।

Advertisement

আগামী ৪ মে ম্যাঞ্চেস্টার এবং ৫ মে লন্ডনে ছিল ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’। সলমন খান ছাড়া ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, কৃতী শ্যানন, সুনীল গ্রোভারের। সোমবার ওই অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তের কথা জানান সলমন খান। তিনি লেখেন, “কাশ্মীরের নৃশংস ঘটনায় আমরা শোকে বিহ্বল। তাই আগামী ৪ ও ৫ মে ম্যাঞ্চেস্টার এবং লন্ডনের ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি অনুরাগীরা এই অনুষ্ঠানের জন্য ঠিক কতটা অপেক্ষায়। তা সত্ত্বেও আমরা অনুভব করেছি এই শোকের সময় অনুষ্ঠান স্থগিত করা ঠিক কতটা প্রয়োজন। আশা করি এই সিদ্ধান্তে অনুরাগীদের পাশে পাব।” এই অনুষ্ঠানটি কবে হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু জানানো হয়নি। তবে খুব শীঘ্র অনুষ্ঠানে পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে বলেই ইনস্টাগ্রাম পোস্টে জানান সলমন।

প্রসঙ্গত, কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আকর্ষণ করে পর্যটকদের। বিশেষত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত উপত্যকায় ভরা পর্যটনের মরসুম হিসাবে ধরা হয়। তাই সেখানে হাজার হাজার পর্যটক ভিড়ও জমিয়েছেন। এই আবহে গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা হয়। প্রাণ হারান ২৬ জন। তাঁদের মধ্যে একজন কাশ্মীরি। বাকিরা পর্যটক। নিরীহ মানুষের প্রাণহানিতে ক্ষোভে ফুঁসছেন সকলে। পহেলগাঁও হামলায় পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার হাত দেখছে নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। বাতিল করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ