সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এবং অমিতাভ বচ্চন। প্রায় সমার্থক দু’টি শব্দ। মাঝে শাহরুখ খানের মতো মহাতারকাকেও দেখা গিয়েছিল এই শোয়ে। কিন্তু জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের সঙ্গে বিগ বি-র যে রসায়ন তা আর কারও ক্ষেত্রেই তৈরি হয়নি। কিন্তু অমিতাভ নাকি এবার সরে যাচ্ছেন এই শো থেকে? আর তাঁর পরিবর্তে এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে! কিন্তু এবার খোদ শোয়ের ডিরেক্টর অরুণ শেষকুমারই জানিয়ে দিলেন, এটা স্রেফ গুজব ছাড়া কিছুই নয়। সঞ্চালকের আসনে থাকছেন অমিতাভ বচ্চনই।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শেষকুমার বলেছেন, ”আপনারা যাই শুনে থাকুন না কেন, পুরোটাই ভুল কথা। অমিতাভ বচ্চনই কেবিসির সপ্তদশ সংস্করণও সঞ্চালনা করবেন। এটা এই শোয়ের ২৫তম সংস্করণ। এবং আমরা এটাকে আরও জমকালো করতে চাই।” জানা যাচ্ছে, সম্ভবত এই শোয়ের নতুন সিজন শুরু হবে আগস্টে। জুলাইয়ের মাঝামাঝিই শুরু হয়ে যাবে শুটিং। আর সেখানে মধ্যমণি হয়ে থাকবেন অমিতাভই।
২০০০ সালে শুরু হয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। প্রথম সিজন থেকেই সঞ্চালনা করে আসছেন অমিতাভ বচ্চন। যদিও মাঝে একটি সিজনে তাঁর বদলে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। তবে সেই সিজন সেভাবে না জমায় পরবর্তী মরশুম থেকে ফের স্বমহিমায় সঞ্চালকের ভূমিকায় ফেরেন শাহেনশাই। তারপর থেকে টানা এতগুলি সিজনে তাঁকেই দেখে আসছে দর্শক। অনেকেই তাঁকে ছাড়া ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শো ভাবতে পারেন না। ফলে সঞ্চালক হিসেবে সলমন এলে তা দর্শকদের কতটা পছন্দ হত সেটা নিয়ে সন্দেহ ছিলই। তবে এবার সব গুঞ্জনের অবসান। যেহেতু খোদ কর্তৃপক্ষই পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, এবারের সিজনেও ভাইজান নয়, শাহেনশাই থাকছেন হট সিটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.