ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আলোচনার শীর্ষে বলিউডের ভাইজান সলমন খান। কিন্তু কেন? কোনও ছবি বা কাজ সংক্রান্ত বিষয়ের জন্য নয় বরং এবার মুম্বইয়ে নিজের বাড়ি বিক্রি করে শিরোনামে এলেন তিনি। ভাবছেন ঠিক বিষয়টা কী? মুম্বইয়ের অভিজাত এলাকা হিসাবে পরিচিত বান্দ্রা। এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে সলমনের জীবনের অনেকটা। রয়েছে ওই অঞ্চলে সলমনের একাধিক সম্পত্তিও। এবার মুম্বইয়ে বান্দ্রা এলাকার একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন সলমন খান।
সলমনের ওই ফ্ল্যাট বিক্রি করা হয়েছে ৫.৩৫ কোটি টাকায়। জানা যাচ্ছে, এই তথ্য মিলেছে ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের ওয়েবসাইট থেকে মিলেছে সেই তথ্য। শুধু তাই নয় জানা যাচ্ছে চলতি মাসেই নাকি এই সম্পত্তি হাতবদলের জন্য চুক্তিটি সরকারিভাবে নথিবদ্ধ করা হয়। সলমনের এই ফ্ল্যাটটি ‘শিব আস্থান হাইটস’ আবাসনে অবস্থিত। যা তৈরি প্রায় ১২২.৪৫ বর্গমিটার জায়গা জুড়ে। এরমধ্যে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও। সবমিলিয়ে এই লেনদেনের জন্য রেজিস্ট্রেশন চার্জ বাবদ ৩০০০০টাকা ও স্ট্যাম্প ডিউটি বাবদ ৩২.০১ লক্ষ টাকা। আর এই সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকায় বিক্রি হয়েছে সলমনের ফ্ল্যাট।
এই ফ্ল্যাট বিক্রি করার পরই অনেকে কৌতূহলী হয়ে পড়েছে। অনেক প্রশ্ন উঠছে নেটিজেনদের মনে। ঠিক কী কারণে নিজের এই ফ্ল্যাট বিক্রি করেছেন সলমন? এবিষয়ে যদিও এখনও কিছু খোলসা করেননি সুপারস্টার। তবে ফ্ল্যাট বিক্রি করে দিলেও মুম্বইতেই থাকছেন তিনি। বারবার দুষ্কৃতিদের আক্রমণ ও প্রাণনাশের হুমকির পরেও লেশমাত্র চিন্তিত নন তিনি। নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন সব জায়গাতেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.