Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

প্রাক্তন সঙ্গীতা বিজলানির জন্মদিনে রাগী মুখে সলমন, এ কোন রূপ ভাইজানের?

বিচ্ছেদের পরও রীতিমতো বন্ধুত্বে ভাটা পড়েনি তাঁদের।

Salman Khan steps out with high security to attend Sangeeta Bijlani's birthday party
Published by: Arani Bhattacharya
  • Posted:July 10, 2025 10:35 am
  • Updated:July 10, 2025 10:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গীতা বিজলানি ও সলমনের সম্পর্কের কথা একসময় ছিল চর্চায়। এ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কিন্তু একটা সময়ের পর ভেঙ্গেছে তাঁদের সম্পর্ক। কিন্তু বিচ্ছেদের পরও রীতিমতো বন্ধুত্বে ভাটা পড়েনি তাঁদের। সৌজন্য বিনিময় থেকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় সবটাই হয় তাঁদের মধ্যে। আর ঠিক সেভাবেই সম্প্রতি সঙ্গীতা বিজলানির জন্মদিনের পার্টিতে পৌঁছেছিলেন ভাইজান সলমন খান।

Advertisement

কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সেই পার্টিতে পৌঁছন সলমন। পরেছিলেন ডেনিম ও কালো টি-শার্ট। কিন্তু সেই পার্টিতে পৌঁছনর সময় অদ্ভূত গম্ভীর ছিল ভাইজানের চোখেমুখ। তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি রীতিমতো রেগে রয়েছেন। কিন্তু সেই গম্ভীর মুখে হঠাৎই খেলে যায় হাসির ঝলক। সলমন যখন লিফটের জন্য অপেক্ষমান ঠিক তখনই এক খুদে অনুরাগীকে দেখে তাঁর মন নিমেষের মধ্যে খুশি হয়ে যায়।। উধাও হয়ে যায় তাঁর মুখের সমস্ত গাম্ভীর্য। ছবিও তোলেন সলমন তাঁর খুদে অনুরাগীর সঙ্গে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

অন্যদিকে সঙ্গীতা বিজলানির জন্মদিনের পার্টিতে ভাইজানের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন অর্জুন বিজলানি। উল্লেখ্য কেরিয়ারের শুরুতেই সলমন ও সঙ্গীতা বিজলানির প্রেমের সম্পর্ক দানা বেঁধেছিল। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে তাঁদের দেখা হয়। পরে সম্পর্কের সূত্রপাত। দীর্ঘদিন সেই সম্পর্কে ছিলেন তাঁরা দু’জন। নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত। কিন্তু তা কোনওভাবে ভেস্তে যায়। পরে ১৯৯৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন সঙ্গীতা। সেই বিয়েও টেকেনি। তবে সলমনের সঙ্গে সম্পর্ক পরিণতি না পেলেও আজও তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement