সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমন খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর তা নিয়েই বেশ উত্তেজিত বলিউডের দাবাং খান। তাই তো রোজই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন। ছবি নিয়ে নানা কিছু লিখলেন। তবে এবার সলমন আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। বরং সোজা তাঁর ভক্তদের বলে উঠলেন, কাজ করো, চুপচাপ বসে থেকো না!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সলমন টুইটারে নতুন একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাদা শার্ট ও কালো টাই পরে রয়েছেন। সেই ছবি পোস্ট করেই সলমন লিখলেন, ”কাজের থেকে ভাল কিছু হয় না। তাই কাজ করে যাও। চুপ চাপ বসে থেকো না। আর মাত্র ৪ দিন বাকি। পরিশ্রম না করলে পরিবারকে সিনেমা দেখাবে কি করে। অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। টিকিট করে বুকিং বন্ধ করে দাও।”
Thr is nothing better than work so chill mat karo . Kaam karo , 4 days to kkbkkj , mehnat nai karogay toh family ko family film kaise dikhaogay . Advance khul gaya khareed ke band kardo
— Salman Khan (@BeingSalmanKhan)
ইদের বক্স অফিসকে একেবারে পকেটে পুরতে হাজির বলিউডের ভাইজান সলমন খান। কাঁধ লম্বা চুল, দাবাং স্টাইল, সলমন একেবারে অ্যাকশন অবতারে। কখনও এক ঘুঁষি ভেঙে ফেলছেন বাড়ির দেওয়াল, কখনও এক লাথিতে উড়িয়ে দিচ্ছে খলনায়ককে। চলন্ত মেট্রো রেলে ধুন্ধুমার অ্য়াকশন থেকে নায়িকার সঙ্গে মিষ্টি প্রেম। ভায়ালেন্স থেকে রোম্য়ান্স সলমনের কিসি কা ভাই, কিসি কি জান যে এই বছরের বড় চমক হতে চলেছে তাঁর ইঙ্গিত রয়েছে ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার। সলমন ভক্তরা যে ফের সলমনের সেই দাবাং রূপ দেখতে পাবেন তার ঝলক কিন্তু খোদ ভাইজানই দিয়ে দিলেন এই ছবির ট্রেলারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.