Advertisement
Advertisement
Salman Khan

ভাঙা হল সেট! কেন মুম্বইয়ে হবে না সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটিং?

গ্যাংস্টার বিষ্ণোইয়ের দৌড়াত্ম্য নাকি নেপথ্যে অন্য কারণ?

Salman Khan's Battle of Galwan Mumbai Shoot Shelved, Sets Demolished
Published by: Sandipta Bhanja
  • Posted:August 9, 2025 1:23 pm
  • Updated:August 9, 2025 1:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে যে নতুন বলিউড সিনেমা আসছে, সেই ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। তার জন্যই আদা-জল খেয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বলিউড সুপারস্টার। চলছে কড়া প্রস্তুতি। নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরাচ্ছেন ভাইজান। শোনা গিয়েছিল, চলতি মাসেই মুম্বইতে এই সিনেমার শুটিং শুরু করার কথা ছিল সলমনের। যার জন্য সেটও প্রায় তৈরি হয়ে গিয়েছিল। তবে এবার খবর, ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর জন্য বান্দ্রার মেহবুব স্টুডিওতে যে সেট পড়েছিল, সেটা ভাঙা হচ্ছে। মুম্বইতে নাকি এই থবিপ শুটিং করতে নারাজ নির্মারা। কেন?

Advertisement

উল্লেখ্য, দিন দুয়েক আগেই বিষ্ণোই গ্যাংয়ের তরফে সলমন খানকে নতুন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কপিল শর্মার ক্যাফেতে হামলা চালিয়ে। কারণ সঞ্চালক তাঁর কমেডি শোয়ে ভাইজানকে আমন্ত্রণ জানিয়েছিলেন সম্প্রতি। সেই রাগই গিয়ে পড়েছে কপিলের উপর। শুধু তাই নয়। হুমকি দেওয়া হয়, এরপরের হামলা মুম্বইতে হবে। সেই কারণেই কি মায়ানগরীতে ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটিং বাতিল হল? এমন প্রশ্ন অস্বাভাবিক নয়। তবে জানা গেল, ভাইজানের নিরাপত্তার জন্য নয় বরং অন্য এক কারণেই মুম্বইয়ের সেট ভাঙা হয়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগস্টের ২২ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ অবধি লাদাখে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে। অতঃপর এখন থেকে শুটিং শুরু করলে ত্রিশ দিনে ভাইজানের লুকে বদল আসতে পারে। তাই ‘কন্টিনিউটি মিসটেক’ হোক, এমনটা চাইছেন না পরিচালক অপূর্ব লাখিয়া। সেই কারণেই মুম্বইয়ের শুটিং আপাতত বাতিল করা হয়েছে। তবে মায়ানগরীতে বেশ কিছু দৃশ্যের পরবর্তীতে করা হবে বলেও জানা গেল।

Is Salman Khan planning to get married? Star drops a big hint

সম্প্রতি ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার পোস্টার শেয়ার করেই মহাচমক দিয়েছিলেন সলমন। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তাঁর দর্শক-অনুরাগীরাও। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে এই সিনেমা পর্দায় আনচেন পরিচালক অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। ভাইজানের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, জুলাই মাস থেকেই সিনেমার শুটিং শুরু হবে। আর ‘ব্যাটল অফ গালওয়ান’-এর ঝলক দেখেই ভক্তদের ভবিষ্যদ্বাণী, এই সিনেমা ৫০০ কোটির ব্যবসা করবেই।

প্রসঙ্গত চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমন অভিনীত ‘সিকন্দর’। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সেই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তাঁর আগামী ছবির ঝলক দেখে তেমনটাই মনে করছেন একাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ