সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আঁচ পড়ল সলমন খানের ব্যক্তিগত জীবনেও! সাম্প্রতিক অতীতে এত বড় বিমান দুর্ঘটনার সাক্ষী থাকেনি ভারত। ২৪২ জন যাত্রীবোঝাই এই বিমান আচমকাই উড়ান শুরুর পর আছড়ে পড়ে আহমেদাবাদে। বিশেষজ্ঞমহলের আশঙ্কা, যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ। এমতাবস্থায় আমজনতার পাশাপাশি বলিপাড়ার তারকারাও শোক জ্ঞাপন করেছেন। কেউ বা প্রশ্ন তুলেছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়ে। তবে ভাইজান আপাতত মুখে কিছু না বললেও বড় সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেল।
বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগের উদ্বোধন করার কথা ছিল সলমনের। তবে এই হৃদয়বিদারক পরিস্থিতিতে ভাইজানের মন সায় দেয়নি, তাই অনুষ্ঠান বাতিল করলেন তিনি। বিমান দুর্ঘটনার ঘণ্টাখানেকর মধ্যেই ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগ উদ্যোক্তাদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট লিগের কর্তা এহসান লোখাণ্ডে জানালেন, “আমরা সকলেই আজকের মর্মান্তিক ঘটনাটি শুনেছি। ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগ এবং মিস্টার সলমান খান এই কঠিন সময়ে দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। ওদের জন্য প্রার্থনা করছি।”
এদিকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে মেগাবাজেট দক্ষিণী সিনেমা ‘কান্নাপ্পা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানও বাতিল হয়েছে। শুক্রবার, ১৩ জুন ইন্দোরে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে অক্ষয় কুমার এবং পরিচালক বিষ্ণু মাঞ্চু দুজনেই যৌথভাবে এমতাবস্থায় ট্রেলার প্রকাশ্যে নিয়ে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। উদ্যোক্তাদের তরফে শেয়ার করা শোকবার্তায় জানানো হয়েছে, “অক্ষয় কুমার, বিষ্ণু মাঞ্চু সম্মিলিতভাবে কান্নাপ্পার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় সমগ্র দেশকে শোকাহত, সেই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে, আমাদের টিমের তরফে ট্রেলার মুক্তি একদিন পিছিয়ে দেওয়া হল। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে রয়েছি আমরা।” এই মেগাবাজেট ছবিতে অক্ষয়কে শিব অবতারে দেখা যাবে। থাকছেন প্রভাসও। জুন মাসের ২৭ তারিখ ‘কান্নাপ্পা’ রিলিজ হওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.