Advertisement
Advertisement
Salman Khan

‘নতুন ময়দানে দেখা হবে’, রাজনীতিতে যোগ দিচ্ছেন সলমন? নিজেই উসকে দিলেন জল্পনা

রাজনীতির ময়দানে ভাগ্য নির্ধারণ করতে চলেছেন ভাইজান?

Salman Khan’s Photo Leaves Netizens Confused, Is It For Bigg Boss Or Politics?
Published by: Sandipta Bhanja
  • Posted:July 31, 2025 5:49 pm
  • Updated:July 31, 2025 6:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণের খবর নতুন নয়! এযাবৎকাল বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে দেশবাসী। সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। অনেকেই ভোটে জিতে রাজ্যসভা ও লোকসভাতে গিয়েছেন। অমিতাভ বচ্চনের যদিও বছর তিনেকের মধ্যেই রাজনৈতিক মোহভঙ্গ হয়েছিল তবে আজও স্বমহিমায় লড়ে যাচ্ছেন হেমা-জয়ারা। এবার কি রাজনীতির ময়দানে ভাগ্য নির্ধারণ করতে চলেছেন সলমন খান (Salman Khan)? ভাইজানের সাম্প্রতিক পোস্টেই বড় ইঙ্গিত।

Advertisement

বৃহস্পতিবার ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করে বোমা ফাটালেন সলমন। যা দেখে আপাতত ভাইজানের অনুরাগী শিবিরে তোলপাড়! কী এমন আছে ছবিতে? বলিউড সুপারস্টারকে দেখা গেল রাজনৈতিক ব্যক্তিত্বদের ভঙ্গিতে দু’ বাহু উপরে তুলে নমস্কার করতে। পরনে নেতা-মন্ত্রীদের মতো সাদা পোশাক আর নেহরু কোট। সামনে জনঅরণ্য। পতপত করে উড়ছে সাদা ঝান্ডা। এহেন ছবি শেয়ার করে সলমনের ক্যাপশন, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে…।’ ছবির বিবরণী পড়েই সলমন ভক্তদের একাংশের অনুমান, তাহলে কি ভাইজান এবার রাজনৈতিক কেরিয়ার শুরু করছেন? জল্পনা তুঙ্গে উঠতেই জানা গেল, এহেন ছবির নেপথ্যে আসলে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি রয়েছে। কিন্তু আসল ব্যাপারটা কী?

জানা গেল, ‘বিগ বস ১৯’-এর প্রচার স্বার্থেই ভাইজানের এহেন ‘স্টান্ট’। ভোটের থিমেই নাকি এই নতুন মরশুমের পর্ব সাজাতে চলেছেন নির্মাতারা। তার জন্যেই নাকি এহেন ছবি। যদিও আরেকটি সূত্রে খবর, সলমন হয়তো নতুন কোনও সিনেমার ঘোষণা করতে চলেছেন। উল্লেখ্য, ভাইজান ইতিমধ্যেই ভারত-চিন সংঘাতের আঁধারে নতুন বলিউড ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর জন্য প্রস্তুতি শুরু করেছেন। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষবাবুর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এমন আবহেই সলমন খানের এহেন ছবি রাজনীতি যোগের জল্পনা উসকে দিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ