সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের বুকে এক জমকালো অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছেন বলিউডের তিন খান, শাহরুখ, সলমন ও আমির। অনুষ্ঠানে তিন জনে বলিউডে তাঁদের জার্নি নিয়ে খোলামেলা আড্ডায় মাতেন। আর সেখানেই শাহরুখপুত্র আরিয়ানের বলিউডে নতুন পথচলা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন বলিউডের ভাইজান সলমন খান।
সলমন বলেন, “আরিয়ান নতুন একটা ওয়েব সিরিজ বানিয়েছে। এটা ওর প্রথম পরিচালনা। আরিয়ানের এই সিরিজটি খুবই ভালো হয়েছে। ভীষণ ভালো কাজ করেছে ও। আরিয়ান চায় না ক্যামেরার সামনে আসতে। কিন্তু আমি ভীষণভাবে চাই ও ক্যামেরার সামনে আসুক। আমার মনে হয় ও যদি ওর কেরিয়ারে শাহরুখকে ছাপিয়ে যায় তাহলে শাহরুখই সবথেকে বেশি খুশি হবে।” সলমনের এই কথার উত্তরে মজার ছলে শাহরুখ বলেন, “আর যদি সলমনের যদি কোনও ছেলে থাকত তাহলে আমি চাইতাম সে ইতিহাসের সবথেকে বড় তারকা যাতে হয়। কিন্তু যেরকমটা সলমন বলল এই প্রজন্ম ভীষণভাবে ভিডিও সম্পর্কে অনেক ধারণা রাখে। এবং তা আরিয়ানের ক্ষেত্রেও ভীষণ সাহায্য করেছে।”
উল্লেখ্য, প্রথম সিরিজ পরিচালনাতেই নিজের হাতযশ দেখিয়েছেন আরিয়ান। বলিউডের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন আরিয়ান তাঁর সিরিজে। যেখানে উঠে এসেছে নেপোটিজম থেকে শুরু করে বলিউডের অন্দরে চলা নানা বিতর্কিত বিষয়। এই সিরিজ নিয়ে জলঘোলাও কম হয়নি। আরিয়ানের গ্রেপ্তারির সময়ে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অনেকেই অভিযোগ তুলেছিলেন যে, তিনি বেছে বেছে শুধু বলিউড তারকাদেরই ‘টার্গেট’ করেন। সেই বিষয়টিও এক ব্যঙ্গাত্মক সংলাপের মাধ্যমে সিরিজে রেখেছেন আরিয়ান খান। আর সেসব দেখেই মহাক্ষিপ্ত সমীর ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিরিজ নিষিদ্ধ করার আবেদন জানান এবং ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। যদিও তা পরবর্তীতে একেবারেই ধোপে টেকেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.