Advertisement
Advertisement
The Bads of Bollywood

ওপেনিং ইনিংসেই সিনে ইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখালেন ‘পরিচালক’ আরিয়ান খান, সঙ্গী ববি-সলমন-করণরা

বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকা অতই সহজ? 'ব্যাডস অফ বলিউড'-এর আগাম ঝলকেই সাড়া ফেললেন শাহরুখপুত্র।

Salman, Ranveer, karan Johar in Aryan's The Bads of Bollywood preview
Published by: Sandipta Bhanja
  • Posted:August 20, 2025 8:29 pm
  • Updated:August 20, 2025 8:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপারস্টার পিতার স্টার পুত্রসন্তান! অতঃপর বলিউডের পিচে ওপেনিং ইনিংস নিয়ে তারকাসন্তানের কোনও চিন্তা থাকার কথাই নয়। আরিয়ান খানের প্রসঙ্গ উত্থাপন হলে এমনটাই ভেবে এসেছেন এযাবৎকাল দর্শক-অনুরাগীরা। তবে বুধবার ইন্ডাস্ট্রির কাছে নিজেকে পরিচালক হিসেবে পরিচয় দিয়েই হিসেবের উলট-পুরাণ করে দিলেন শাহরুখপুত্র! আরিয়ান খান তাঁর প্রথম পরিচালিত ওয়েব সিরিজের ঝলক দেখিয়ে প্রশ্ন রাখলেন, বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকা অতই সহজ?

Advertisement

বুধসন্ধেয় প্রকাশ্যে এল ‘পরিচালক’ আরিয়ান খানের পয়লা সিরিজের পয়লা ঝলক- ‘ব্যাডস অফ বলিউড’। কৌতুকরসের মোড়কে সিনেইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখালেন। কখনও সিরিজের ঝলকে ফুটে উঠল বলিউডের কঠিন পিচে লড়াই করার গল্প আবার কখনও বা এক স্টার তৈরি হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি, মশালামুভির সবরকম উপকরণ মজুত ‘ব্যাডস অফ বলিউড’-এ। সিরিজের প্রথম ঝলকে তেমনটাই ইঙ্গিত মিলল। আরিয়ানের গল্পের নায়ক ‘আসমান সিং’ ওরফে রাঘব জুয়েল। আর সেই চরিত্রের মধ্য দিয়েই বলিউডের বাস্তুতন্ত্রে তারকাদের টিকে থাকার কাহিনি টুকরো কোলাজে তুলে ধরলেন আরিয়ান। কখনও রাঘবের জেলে যাওয়ার দৃশ্য মনে করিয়ে দিল সাংবাদিকের সঙ্গে ঝামেলার জেরে যখন শাহরুখকে কারাগারে একরাত কাটাতে হয়েছিল, সেকথা। আবার কখনও তারকাদের ভিড়ে কিং খানের ‘এক আকাশ’ হয়ে ওঠার কথাও তিনি বলিয়ে নিলেন আসমানকে দিয়ে। তবে চমক এখানেই শেষ নয়!

সিরিজের পরতে পরতে সারপ্রাইজ হিসেবে তারকামুখ রেখেছেন তিনি। প্রিটিজারেই দেখা গেল, সুপারস্টার সলমন খানের মেজাজ, কখনও বা পরিচালক-প্রযোজক করণ জোহরের অশ্রাব্য গালিগালাজ, আবার কোনও দৃশ্যে ববি দেওলের গ্ল্যামারাস এন্ট্রি, একগুচ্ছ চমক দিলেন পয়লা ঝলকেই। ক্যামিও চরিত্রে রয়েছেন আমির খান, রণবীর কাপুরও। সেই ঝলক দেখে মনে হতেই পারে যে, বিতর্ক-তালিকায় বলিউডের যেসব তারকাদের নাম বেশি বা ‘ব্যাড বয়’ বলে যাঁরা পরিচিত, বেছে বেছে তাঁদের ক্যামিওই কেন রাখলেন আরিয়ান খান? উত্তর পেতে অপেক্ষা আরও একমাসের। কারণ আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অফ বলিউড’।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ