সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর আইনি বিচ্ছেদ ঘটেছে ২০২১ সালে। এরপর শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সংসার পেতেছেন নাগা। প্রাক্তনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তাঁকে কি ভুলতে পারছেন না সামান্থা? সুন্দর পুরুষের তালিকায় হৃতিক রোশনের তুলনায় এগিয়ে রাখলেন নিজের প্রাক্তনকেই! ফুলমার্কস দিয়ে বললেন, হৃতিকের থেকেও ‘হ্যান্ডসাম’ নাগা! নায়িকার এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল নেটপাড়ায়।
সম্প্রতি সোশাল মিডিয়ায় সামান্থার একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। সেখানেই অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, হৃতিক রোশনের লুক তাঁর নাকি একবারেই পছন্দ নয়। নায়কের লুক একফোঁটাও মনে ধরেনি সামান্থার! গ্রিকগডকে তিনি দশে মাত্র ৭ দিতে চান। বরং এগিয়ে রাখতে চান তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে। তাহলে কি এখনও প্রাক্তন স্বামীর জন্য হৃদয়ে ব্যথা অনুভব করেন সামান্থা? প্রশ্ন নেটনাগরিকদের। নায়িকাকে সৌন্দর্যের নিরীখে বলিউড তারকাদের নম্বর দিতে বলা হয়। সেই তালিকায় মহেশবাবুর নাম উঠতেই তিনি বলে ওঠেন, “মহেশবাবুকে আমি চিন্তা না করেই দশে দশ দেব।” আর হৃতিকের প্রসঙ্গ আসতেই নায়িকা বলে ওঠেন, “সকলে শুনলে হয়তো আমায় মারবেন, কিন্তু হৃতিককে আমার বিশেষ পছন্দ নয়। আমি ওকে ১০-এ ৭ দেব।” শুধু তাই নয়, হৃতিকের থেকে এগিয়ে রাখলেন রণবীর কাপুর ও শাহিদ কাপুরকেও।
অভিনেত্রীর দাবি, “আমি নাগা চৈতন্যকে দশে দশ দেব আর রণবীর কাপুরকে দশে আট। শাহিদ কাপুরকে ‘কামিনে’ দেখার আগে চার দিতাম, কিন্তু ছবিটা দেখার পর দশে নয় দেব।” সামান্থার কথা শুনে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যদিও নেটিজেনদের সমালোচনাকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। আপাতত তিনি ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ছবির কাজে।
by in
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.