সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই তাতে এক আলাদা মাত্রা যোগ হবে এবং তাতে থাকবে। এই ছবিও তার ব্যতিক্রম নয়। সঞ্জয় লীলা বনশালি আরও এক প্রমাণ করলেন যে বড় ক্যানভাসে, অতিনাটকীয় কাহিনি বোনায়, শৈল্পিক জমকের প্রশ্নে তার চেয়ে ভালো কেউ নেই। তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ সেই সাক্ষ্যই বহন করবে আবারও।
গত বছর নভেম্বর মাসে শুরু হয়েছিল ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং। ১২৫ দিনের শুটিং শেষ হয়ে গিয়েছে এই ছবির জন্য। সিংহভাগ অংশের শুটিংই ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি অংশের শুটিং শেষ হবে অক্টোবর নাগাদ। তবে এর মাঝেই শোনা যাচ্ছে, যে, ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের জন্য রণবীর, আলিয়া ও ভিকিকে নিয়ে সিসিলিতে চলবে শুটিং। প্রায় এক মাস সেখানেই চলবে ছবির ক্লাইম্যাক্স অংশের শুটিং। এরপর দেশে ফিরে শেষ হবে ছবির বাকি থাকা চূড়ান্ত অংশের শুটিং। সব ঠিক থাকলে আগামী ২০২৬’র ২০ মার্চ মুক্তি পাবে এই ছবি।
রণবীর কাপুর আলিয়া ভাট, ভিকি কৌশল অভিনীত‘লাভ অ্যান্ড ওয়ার’ছবিতে রণবীর ও ভিকিকে দেখা যাবে ভারতীয় বিমানবাহিনীর পাইলটের ভূমিকায়। ছবির সিংহভাগ অংশের শুটিং হয়েছে রাজস্থানে। আগামী বছর মার্চ মাস নাগাদ মুক্তি পাবে এই ছবি। তার আগেই আইনি জটিলতার নাগপাশে জড়িয়ে পড়লেন পরিচালক। উল্লেখ্য পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। ফের ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির হাত ধরে পরিচালকের সঙ্গে পুনরায় কাজের সুযোগ পেয়েছেন আলিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.