সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সঅফিসে মন্দা চলছে ‘আদিপুরুষ’-এর। বাবার ছবির ব্যবসা যেখানে ‘ভাঁড়ে মা ভবানী’ সেখানে সারা আলি খান অভিনীত ‘জরা হাটকে জরা বাঁচকে’র আয় শ্লথ গতিতে হলেও টিকে লাভের গ্রাফ উর্ধ্বমুখী। ৫০০ কোটি বাজেটের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে ব্যবসা করছে ভিকি-সারার ছবি, তা সিনেবাণিজ্য বিশ্লেষকদের প্রশংসিত হয়েছে। এবার সিনেমার আয়ের অঙ্ক বাড়তেই ঈশ্বর-শরণে সারা আলি খান।
প্রসঙ্গত, বক্সঅফিসে ‘আদিপুরুষ’ মুখ থুবড়ে পড়ায় লাভবান হয়েছে ‘জরা হাটকে জরা বাঁচকে’। সেই প্রেক্ষিতে বেশ উচ্ছ্বসিত সারা আলি খান। এবার মন্দিরে গিয়ে পুজোঅর্চনা করতে দেখা গেল নবাবকন্য়াকে। মন দিয়ে ভজন শুনছেন। কখনও বা আবার মাথায় ঘোমটা টেনে কীর্তন করতেও দেখা গেল সারাকে।
ছবি হিট করতেই ইন্দোরের খাজরানা গণেশ মন্দিরে পুজো দিয়ে তারপর গেলেন মহাকালেশ্বর দর্শনে। কাল ভৈরব মন্দিরেও যান অভিনেত্রী। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন সারা আলি খান।
প্রসঙ্গত, সম্প্রতি বাবা সইফের সঙ্গে একটি ইনসুরেন্স কোম্পানির বিজ্ঞাপন শুট করেছেন সারা আলি খান। যেখানে আসামীর ভূমিকায় দেখা যাবে সইফকে। অন্যদিকে অভিনেত্রীকে দেখা যাবে পুলিশের ভূমিকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.