Advertisement
Advertisement
Sara Ali Khan Shubman Gill

‘প্রাক্তন’ শুভমানের দল হারতেই আনন্দে লাফ সারার! সইফকন্যাকে ‘বেওয়াফা’ তকমা নেটিজেনদের

সম্প্রতি শুভমানকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন সারা।

Sara Ali Khan filled with joy after Shubman Gill's team loses| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 30, 2023 10:30 am
  • Updated:May 30, 2023 11:20 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন সারা আলি খান ও শুভমান গিল। বলিপাড়ায় বহুদিন ধরেই উড়ছে এ খবর। একসঙ্গে ডিনার ডেট থেকে দুবাই ভ্রমণ। সারা ও শুভমান গিলের ভিডিও, ছবি মাঝে মধ্য়েই ভাইরাল। তবে সত্যিই সারাকে মন দিয়েছেন কিনা শুভমান, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। তার উপর যেই না ইনস্টাগ্রামে সারার সঙ্গে শুভমানের ছাড়াছাড়ি হয়েছে, তবে থেকে এই প্রেমগুঞ্জন যেন আরও দ্বিগুন হয়েছে। আর এবার তো গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে সারা যা করলেন, তাতে স্পষ্ট শুভমানের প্রতি সারার আশাও ছিল, ভালবাসাও ছিল। তবে আশা আর নেই, ভালবাসা আর নেই! তবে প্রকাশ্যে কিন্তু কেউ কাউকে প্রাক্তন বলতে নারাজ।

Advertisement

[আরও পড়ুন: ‘এতটাও নিচে নামবেন না’! কুস্তিগিরদের বিকৃত ছবি নিয়ে IT সেলের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ উরফি]

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। এই মুহূর্তে সারা (Sara Ali Khan) ও ভিকি কৌশল (Vicky kaushal) তাঁদের আগামী ছবি ‘জারা হটকে জারা বচকে’ ছবির প্রচারে ব্যস্ত। সোমবার আইপিএল ফাইনালেও খেলার দেখার মাঝে এই ছবির প্রচার সেরেছেন সারা ও ভিকি। স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগও করেছেন। তবে যেই না শুভমানের গুজরাট টাইটানস ম্যাচ হারল,ঠিক তখনই আনন্দে এক লাফ সারার। এমনকী, আনন্দে নেচেও উঠলেন সইফকন্যা। সারার এই নাচ দেখে নেটিজেনরা বলছেন, আপনি বেওয়াফা। যাকে ভালবাসতেন, তাঁর হার দেখে আনন্দ! তবে সারা শুভমান নিয়ে কিছু না বললেও, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, তিনি শুধু ধোনিকেই ভালবাসেন!

[আরও পড়ুন: ‘ক্ষণিকের রাজদণ্ড দেখা দিল অপোগন্ড রূপে’, মোদীকে খোঁচা ঋত্বিক চক্রবর্তীর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ