Advertisement
Advertisement
Sourav Ganguly

সৌরভের বিশেষ অতিথি হয়ে কলকাতায় আসছেন পতৌদি পরিবারের সদস্য, কে তিনি?

কিন্তু কে আসছেন?

Sara Ali Khan in kolkata as Sourav Ganguly's special guest
Published by: Arani Bhattacharya
  • Posted:June 26, 2025 9:44 am
  • Updated:June 26, 2025 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার ছেলে মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির বিশেষ অতিথি হয়ে আসছেন পতৌদি পরিবারের সদস্য। উল্লেখ্য পতৌদি পরিবারের এমনিতেই কলকাতার সঙ্গে এক নিবিড় যোগ রয়েছে। একদিকে শর্মিলা ঠাকুর এই কলকাতার মেয়ে। যিনি পরবর্তীতে মনসুর ঘরনি হন। এছাড়াও মনসুর আলি পতৌদি খান এই কলকাতার ইডেনে বহু ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে তাই এক নিবিড় যোগ রয়েছেই কলকাতার সঙ্গে পতৌদি পরিবারের। আর কলকাতায় কোনও বিশেষ অতিথি এলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড়ির অতিথি হওয়ার বিষয়ও নতুন নয়। কিন্তু কে আসছেন?

শোনা যাচ্ছে বৃহস্পতিবারই নাকি কলকাতায় আসছেন সারা আলি খান। সঙ্গে থাকবেন আদিত্য রায় কাপুর। সৌরভের বাড়িতে তাঁর অতিথি হয়ে আসা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন তিনিই হয়তো সৌরভের বায়োপিকে ডোনার চরিত্র করবেন তাই তিনি মহারাজের বাড়ির বিশেষ অতিথি হয়ে আসছেন।

সেই বায়োপিকের জন্য কিনা জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে যে, নিজেদের আগামী ছবি ‘ইন দিনো মেট্রো’র প্রচার সারবেন অনস্ক্রিন এই জুটি ইডেনে। সিএবি পরচালিত বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে উপস্থিত থাকবেন তাঁরা দু’জন। করবেন নিজেদের ছবির প্রচার। আর তারপরই মহারাজের বাড়ি হবে তাঁদের গন্তব্য। এর আগে বহু তারকা কলকাতায় এসে মহারাজের বাড়ির বিশেষ অতিথি হিসাবে এসেছেন। সেই তালিকায় যোগ হল সারার নামও। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement