Advertisement
Advertisement
Sara Ali Khan

মাস্ক খুলে অনুরাগী সেলফি তুলতে যেতেই মেজাজ হারালেন সারা আলি খান, ভাইরাল ভিডিও

কী বললেন ক্ষিপ্ত সারা?

Sara Ali Khan Looses her cool after fan pulled down his mask to click selfie with her, video goes viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 30, 2021 3:39 pm
  • Updated:April 30, 2021 4:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বেশ খোশমেজাজেই থাকেন। ফটোশিকারিদের সামনেও হাসিমুখে পোজ দেন। প্রতিবার বিদায় নেওয়ার সময় দুই হাত জোড় করে ধন্যবাদ জানান। কিন্তু করোনা (Corona Virus) কালে মেজাজ হারালেন সারা আলি খান (Sara Ali Khan)। কেন এত রাগলেন সারা? কারণ এক অনুরাগীর সেলফি তোলার অতি উৎসাহ। মাস্ক খুলে অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন এক যুবক। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisement

[আরও পড়ুন: শান্তিনিকেতনে শুটিং করতে চেয়েছিলেন ঋষি, প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় শিবপ্রসাদ]

ভিডিওতে দেখা যাচ্ছে, মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে মুম্বই বিমানবন্দর থেকে বের হচ্ছেন সারা। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে মা ও ভাইয়ের সঙ্গে গুলমার্গে বেড়ানোর ছবি, ভিডিও শেয়ার করেছিলেন সারা। সম্ভবত সেখান থেকেই ফিরছিলেন সইফকন্যা। মুখে মাস্ক এবং ফেস শিল্ড ছিল তাঁর। পাপারাজ্জি দেখেই মা ও ভাইয়ের থেকে আলাদা হয়ে যান সারা। এমন সময় এক যুবক তাঁর সঙ্গে সেলফি তোলার আশায় অনেকটাই কাছে চলে আসেন। মুখের মাস্ক পর্যন্ত নামিয়ে ফেলেন। তখনই মেজাজ হারান সারা। “কী করছেন আপনি?” প্রশ্ন তোলেন ক্ষিপ্ত সারা। হাত জোড় করে যুবককে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

অল্পক্ষণেই অবশ্য নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলেন সারা আলি খান। উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে গাড়িতে উঠে যান। অবশ্য সইফকন্যার এই নীতি শিক্ষা দেওয়া অনেকের পছন্দ হয়নি। “মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করেই এত মেজাজ!”এমন মন্তব্য যেমন করা হয়েছে, তেমনই মালদ্বীপ (Maldives) নাগরিক লিখেও কটাক্ষ করা হয়েছে।  

Sara Ali Khan Looses her cool after fan pulled down his mask to click selfie with her, video goes viral

[আরও পড়ুন: টলিপাড়ায় শুটিং নিয়ে আরও কড়া কোভিডবিধি, কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ