Advertisement
Advertisement
Sara Ali Khan

জেহ-তৈমুরদের রাখি পরালেন সারা, সইফ-করিনার বাড়িতে জমজমাট রাখিবন্ধন উৎসব

একফ্রেমে পতৌদিরা। সারার রাখিবন্ধনের ছবি দিয়ে দারুণ প্রতিক্রিয়া সৎ মা করিনার। 

Sara Ali Khan ties rakhi to Ibrahim, Taimur, Jeh, Saif Kareena poses | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 30, 2023 8:48 pm
  • Updated:August 30, 2023 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতৌদি পরিবারে জমজমাট রাখিবন্ধন উৎসব। বুধবার সাতসকালেই ভাই ইব্রাহিম আলিকে নিয়ে সইফ-করিনার বাড়িতে পৌঁছে গিয়েছেন সারা আলি খান। কারণ সেখানে দিদির অপেক্ষায় দুই ‘খুদে নবাব’- জেহ ও তৈমুর। প্রতিবারই নিয়ম করে তিন ভাইকে রাখি পরান সারা, তবে এবার পতৌদি পরিবারের রাখিবন্ধন উৎসব যেন আরও জমজমাট।

Advertisement

কারণ, নবীন প্রজন্মের পাশাপাশি সাবা আলি খান ও সোহা আলি খানও হাজির হয়েছিলেন ভাই সইফের হাতে রাখি বাঁধতে। আর এই রাখিবন্ধন উৎসব উপলক্ষেই পুরো পতৌদি পরিবার ধরা দিলেন একফ্রেমে। সোহা-কুণালের মেয়ে ইনায়াও যোগ দিয়েছিল মায়ের সঙ্গে দাদা ইব্রাহিম ও দুই ভাই জেহ-তৈমুরকে রাখি পরাতে।

রং মিলান্তি পোশাকে দেখা গেল সারা আলি খানের ৩ ভাই ইব্রাহিম, জেহ, তৈমুরদের। তাদের সকলেরই পরনে কালো কুর্তা, সাদা পাজামা। দুষ্টি-মিষ্টি হাসিতে দাদা ইব্রাহিমের দু’পাশে বসে পোজ দিল জেহ-তৈমুর। সৎ ছেলে-মেয়ে ইব্রাহিম-সারাকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন করিনাও। সেই ছবি শেয়ারও করেছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ভক্তদের সঙ্গে দুর্ব্যবহারে নিন্দার ঝড়! ‘দেমাগ’ ঝেড়ে রাখি পরে ‘ড্যামেজ কন্ট্রোল’ সানি দেওলের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

সইফের পরনে মেরুন কুর্তা। রাখি উৎসবের পর দুই বোনের পাশে দাঁড়িয়ে ছবি তুললেন অভিনেতা। অন্যদিকে করিনা কাপুরকে দেখা গেল সাদা রঙের কাশ্মিরী সালোয়ারে। পতৌদিদের রাখিবন্ধন উৎসবের ছবি শেয়ার করে করিনা লিখলেন- “পরিবারই তো বেঁধে রাখে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: দক্ষিণে শাহরুখ সুনামী! ৩ হাজার পরিবারকে ভাত জুগিয়েছে ‘জওয়ান’, চড়া দাম টিকিটের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement