সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের আগে থেকেই বিয়ের তোড়জোর চলছিল। নানা কাজে ব্যস্ত ছিলেন। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমা দেখা হয়নি সৌরভ-দর্শনার। বিয়ের পর একটু সময় পেয়েছিলেন। কিন্তু শাড়ি বাদে তো বাপেরবাড়ি থেকে আর কিছু আনা হয়নি! তাতে কী? বর সৌরভের পোশাক তো রয়েছে। তা পরেই সিনেমা হলে হাজির দর্শনা (Darshana Banik)।
রিল ভিডিওর মাধ্যমে বিয়ের পরের এই প্রথম মুভি ডেটের কথা জানিয়েছেন দর্শনা। অভিনেত্রী জানান, বিয়ের পর যে পোশাক নিয়ে এসেছেন সবই শাড়ি। তাই সৌরভের পোশাক পরেই ‘অ্যানিম্যাল’ দেখতে দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে যেতে হয়েছে। হ্যাঁ, একটি জ্যাকেট ছিল দর্শনার সঙ্গে। তাই-ই পরে নেন ঠান্ডা থেকে বাঁচতে।
সিনেমা দেখার ফাঁকেই নবদম্পতির খুনসুটি চলতে থাকে। সৌরভ বলেন, পরের সিনেমা দেখার ভ্লগ তিনি করবেন। তাতে দর্শনার কোনও আপত্তি নেই। বিরতির সময় পপকর্ন ও ঠান্ডা পানীয়ও কিনে ফেলেন দুজনে। রণবীর কাপুরের (Ranbir Kapoor) অভিনয় সৌরভ ও দর্শনা দুজনেরই খুব ভালো লেগেছে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ-দর্শনা। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের পাশাপাশি তারকারাও এসেছিলেন শুভেচ্ছা জানাতে। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিয়ের পর ভিন্টেজ রোলস রয়্যাসে নববধূকে বাড়ি নিয়ে যান সৌরভ। ভাত-কাপড় দেওয়ার সময় দুজন দুজনের পা ছুঁয়ে প্রণামও করেন। অষ্টমঙ্গলায় নয় বিয়ের তিনদিন পরই বাপের বাড়িতে জোড় ভাঙতে গিয়েছেন দর্শনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.